Ranji Trophy: CAB-র আবেদন খারিজ করল BCCI, 'ডানা' আবহেই হবে বাংলা-কেরালা ম্যাচ

People's Reporter: বাংলা সিনিয়র রঞ্জি ও অনূর্ধ্ব-২৩ দলের ম‍্যাচ পিছনোর আবেদন করে বোর্ড সচিব জয় শাহকে চিঠি দিয়েছিল সিএবি। বোর্ড স্পষ্ট জানায় এই দুটো ম্যাচ পিছিয়ে দিলে বাকি ম্যাচ পিছিয়ে দিতে হবে।
Ranji Trophy: CAB-র আবেদন খারিজ করল BCCI, 'ডানা' আবহেই হবে বাংলা-কেরালা ম্যাচ
ফাইল চিত্র
Published on

সিএবির অনুরোধ খারিজ করল বিসিসিআই। ঘূর্ণিঝড় 'ডানা'-র আতঙ্কে ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল বোর্ডের তরফ থেকে। কিন্তু সেই আবেদন শোনা হল না।

'ডানা' আবহে বাংলা সিনিয়র রঞ্জি ও অনূর্ধ্ব-২৩ দলের ম‍্যাচ পিছনোর আবেদন জানিয়ে বিসিসিআই সচিব জয় শাহকে চিঠি দিয়েছিল সিএবি। পূর্ব নির্ধারিত ২৬ ও ২৭ অক্টোবরের ম‍্যাচ পিছিয়ে দেওয়া হোক এই আবেদনে চিঠি দেওয়া হয়।

বোর্ড এই আবেদন খারিজ করে দেয়। বোর্ড স্পষ্ট জানায় এই দুটো ম্যাচ পিছিয়ে দিলে বাকি ম্যাচ পিছিয়ে দিতে হবে। এর ফলে সূচিতে প্রভাব পড়বে। আগামী ২৬ অক্টোবর সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলা ও কেরালার মধ্যে রঞ্জি ম‍্যাচ হবে। আর ২৭ অক্টোবর কল‍্যাণীতে মুখোমুখি হবে অনূর্ধ্ব-২৩ বাংলা এবং রেলওয়ে দল।

মঙ্গলবার থেকেই যাদবপুরের পুরো মাঠ ঢাকার ব‍্যবস্থা করে ফেলেছেন সিএবি কর্তারা। তবে ঘূর্ণিঝড় ডানা বাংলায় সেভাবে প্রভাব না ফেললেও প্রবল বৃষ্টির কারণে বাংলা কেরালা ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ম্যাচ না হলে বাংলার পরের রাউন্ডে যাওয়া একপ্রকার কঠিন হয়ে দাঁড়াবে।

বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিনভর ভারী বৃষ্টিপাত হবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in