BCCI: অবশেষে সিলমোহর, ৩৬ তম প্রেসিডেন্ট হিসেবে সৌরভের সিংহাসনে রজার বিনি

একমাত্র প্রার্থী হিসেবে বিসিসিআই-এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি রজার বিনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই-এর সিংহাসনে বসলেন তিনি।
রজার বিনি , সৌরভ গাঙ্গুলি
রজার বিনি , সৌরভ গাঙ্গুলিফাইল চিত্র
Published on

সৌরভের আসনে যে রজার বিনি বসবেন তা একপ্রকার ঠিকই ছিল। মঙ্গলবার অফিসিয়ালি সিলমোহর পড়লো মুম্বইয়ের এজিএমে। বিসিসিআই-এর ৩৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী সদস্য, ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার রজার বিনি।

একমাত্র প্রার্থী হিসেবে বিসিসিআই-এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি রজার বিনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের ক্রিকেট কাউন্সিলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সিংহাসনে বসলেন তিনি।

বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে এখন রাজ্য ক্রিকেট সংস্থার পদ ছাড়তে হবে। ১৯৮৩ সালে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন বিনি। সেই প্রতিযোগীতায় ৮ ম্যাচে সর্বোচ্চ ১৮ টি উইকেট নিয়েছিলেন প্রাক্তন এই তারকা। ৬৭ বর্ষীয় বিনি ভারতের হয়ে ২৭ টি টেস্ট এবং ৭২ টি একদিনের ম্যাচ খেলেছেন। সন্দীপ পাটিল চেয়ারম্যান থাকাকালীন বিনি সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার গোটা দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব তাঁর কাঁধে।

বিসিসিআই-এর সচিব পদে দায়িত্ব সামলাবেন জয় শাহই। সৌরভের পর এবার রজার বিনির সাথে কাজ করবেন তিনি। বোর্ডের কোষাধ্যক্ষর দায়িত্ব সামলাচ্ছিলেন অরুণ ধূমল। এবার তাঁর জায়গা নিলেন আশিস শেলার। সহ-সভাপতি হিসেবে থাকছেন রাজীব শুক্লা এবং যুগ্মসচিব দেবজিৎ শৈকিয়া। সৌরভ গাঙ্গুলি যে আর মসনদে থাকতে পারবেন না তা একপ্রকার নিশ্চিত ছিল।

যদিও বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব সামলাতে চেয়েছিলেন সৌরভ। কিন্তু তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে বোর্ডের সভাপতিকে দ্বিতীয় মেয়াদ দেওয়ার কোনও নজির নেই। এরপর সৌরভকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি বিনয়ের সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। একই প্রতিষ্ঠানের প্রধান হওয়ার পরে তিনি বিসিসিআই-এর একটি উপ-কমিটির প্রধান হওয়ার ইচ্ছা রাখেন না বলে জানিয়েছিলেন সৌরভ।

রজার বিনি , সৌরভ গাঙ্গুলি
বিসিসিআই-এর সভাপতি হিসেবেই কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন, তবে কি রাজনীতির শিকার সৌরভ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in