Cricket World Cup 2023: ভারত-পাক দ্বৈরথের আগে জমকালো অনুষ্ঠান, অরিজিতের গানে মাতবেন দর্শকরা

People's Reporter: আগামীকাল ভারত-পাকিস্তান ম্যাচের আগে ১২টা ৪০ মিনিট থেকে শুরু হবে অনুষ্ঠান। শেষ হবে ১টা ১৫-র মধ্যে। অনুষ্ঠান শেষে টস হবে।
ভারত-পাক ম্যাচে বিশেষ অনুষ্ঠান
ভারত-পাক ম্যাচে বিশেষ অনুষ্ঠানগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

শনিবার ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ম্যাচ শুরুর আগে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেছে বিসিসিআই। অমিতাভ বচ্চন, রজনীকান্ত সহ একাধিক তারকা উপস্থিত থাকবেন আগামীকাল।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এবারে কোনো অনুষ্ঠান হয়নি। যা নিয়ে একাধিক সমালোচনাও হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে কোনো একটি বিশেষ ম্যাচকে কেন্দ্র করে অনুষ্ঠান এর আগে হয়নি। বিসিসিআই সূত্রে খবর, আগামীকাল ভারত-পাকিস্তান ম্যাচের আগে ১২টা ৩০ মিনিট থেকে শুরু হবে অনুষ্ঠান। শেষ হবে ১টা ১৫-র মধ্যে। অনুষ্ঠান শেষে টস হবে।

অনুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং। এছাড়া উপস্থিত থাকবেন শচীন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত সহ বলিউডের একাধিক তারকা।

প্রসঙ্গত, ওয়ান ডে বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই দেশ মুখোমুখি হয়েছে ৭ বার। সবক'টি ম্যাচে জয় পেয়েছে ভারত। ১৯৯২ বিশ্বকাপে ভারত জিতেছিল ৪৩ রানে। ১৯৯৬-র বিশ্বকাপে ফের ভারত জেতে ৩৯ রানে। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তান হেরেছিল ৪৭ রানে। ২০০৩ বিশ্বকাপে ভারত জেতে ৬ উইকেটে। ২০১১-র বিশ্বকাপে ফের ভারত জেতে ২৯ রানে। ২০১৫ বিশ্বকাপে ৭৬ রানে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০১৯ বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। সেবার জিতেছিল ৮৯ রানে (ডিএলএস পদ্ধতিতে)। এখন দেখার রোহিত বাহিনী অষ্টমবার জয় অর্জন করতে পারে নাকি পাকিস্তান বাজিমাত করে।

ভারত-পাক ম্যাচে বিশেষ অনুষ্ঠান
Cricket World Cup 2023: ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ২য় দক্ষিণ আফ্রিকান প্লেয়ার হিসেবে নজির ডি'ককের
ভারত-পাক ম্যাচে বিশেষ অনুষ্ঠান
Cricket World Cup 2023: 'রেকর্ড ব্রেকার' রোহিত, হিটম্যানের ইনিংস নিয়ে কী বললেন মাস্টার ব্লাস্টার?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in