সম্প্রতি একদমই চেনা ছন্দে নেই চেলসি। দলের এমন খারাপ পারফরম্যান্সের জন্য কোচ গ্রাহাম পটার ও তাঁর কৌশলকে দায়ী করছেন অনেক সমর্থক। এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিক সম্মেলনে ব্লুজদের ম্যানেজার জানালেন তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সমর্থকরা।
শেষ ১৪ ম্যাচে মাত্র ২ টি'তে জয় পেয়েছে চেলসি। রবিবার টটেনহ্যামের মুখোমুখি হবে তারা। একের পর এক ম্যাচ হারের ফলে বেশ চাপ এসে পড়েছে পটারের ওপর। এসবের মধ্যে আবার সমর্থকদের কাছ থেকে হুমকি পাচ্ছেন তিনি।
পটার সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি মেইলে এমন বার্তা পেয়েছি, যা ভালো কিছু নয়। সেটা হচ্ছে, আমার মৃত্যু চাওয়া, আমার সন্তানদের মৃত্যু চাওয়া। এমন কিছু পাওয়া নিশ্চয় আনন্দের ব্যাপার নয়।"
হুমকি পেয়ে রীতিমত আতঙ্কিত পটার। তিনি সাংবাদিকদের বলেন, "আপনি এটার দুটি উপায়ে উত্তর দিতে পারেন। আমি বলতে পারি যে আমি পাত্তা দিচ্ছি না। কিন্তু সেটা মিথ্যা বলা হবে। সবাই চিন্তা করে যে মানুষ কী ভাবছে? কারণ, আমরা বেশ শক্তভাবে সমাজের সঙ্গে যুক্ত।"
পরিবারকে হুমকি দেওয়া হলে সময় যে মোটেও সুখকর হয়না, তা স্পষ্ট জানিয়েছেন পটার। তিনি বলেন, "এটা মোটেই সহজ ব্যাপার নয়। আপনার পরিবার ভুগছে। আপনার মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিত্বও এতে ক্ষতিগ্রস্ত হয়। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এটা কঠিন কি না? হ্যাঁ, এটা অবশ্যই কঠিন। আপনি ভুগছেন। আপনি হতাশ হয়ে পড়ছেন। আপনি যখন একা থাকেন, তখন পরিবারের সঙ্গে আসল আবেগটা দেখাতে পারেন।"
বর্তমানে প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় দশম স্থানে রয়েছে চেলসি। ২৩ ম্যাচের মধ্যে তারা ৮ টি'তে জিতেছে, ৭ টি'তে ড্র করেছে এবং ৮'টি ম্যাচ হেরেছে। বর্তমানে তাদের পয়েন্ট ৩১।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন