শনিবার লেবাননের বিরুদ্ধে সাফ কাপের সেমিফাইনালে নামবে ভারত। আর তার আগে নিজের ফুটবল কেরিয়ার নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।
এদিন সুনীল জানান, "আমি দেশের হয়ে কবে শেষ ম্যাচ খেলতে নামব সত্যি জানি না। জীবনে কোনও দিন দীর্ঘমেয়াদি লক্ষ্য রাখিনি বলেই এই কথাটা বলছি। আমি সব সময় পরের ম্যাচ, পরের ১০ দিনের কথা ভাবি। হয়তো অবসর এমন একটা দিনে নেব যখন বুঝতে পারব আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে। আর পারছি না। তত দিন পর্যন্ত এটা নিয়ে এক বারও ভাববো না।'
তিনি আরও বলেন, "কিছু কিছু জিনিস ঠিক করে রেখেছি নিজের জন্য। দলের হয়ে অবদান রাখতে পারছি কি না, গোল করতে পারছি কি না, আগের মতো অনুশীলন করতে পারছি কি না ইত্যাদি অনেক বিষয়ের উপর খেয়াল রেখেছি। এগুলিই বলে দেবে আমি এই দলটার পক্ষে উপযুক্ত কি না। যে দিন দেখতে পাব এই কাজগুলি ঠিকঠাক করতে পারছি না সে দিন সরে যাব। তখন আর খেলা চালিয়ে যাওয়ার পিছনে কোনও অনুপ্রেরণা থাকবে না।"
অন্যদিকে লাল কার্ড দেখায় ডাগআউটে থাকতে পারবেন না ভারতীয় কোচ ইগর স্টিমাচ। গতবার নেপালকে ফাইনালে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়া ভারতের সামনে এবার লড়াইটা অনেক কঠিন কুয়েত ও লেবাননের মতো শক্তিশালী দেশ এই টুর্নামেন্টে ঢুকে পড়ায়। এই প্রথম এই দুই দেশ দক্ষিণ এশীয় টুর্নামেন্টে অংশ নেওয়ার ফলে টুর্নামেন্ট অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে অংশগ্রহনকারী অন্য দেশগুলির কাছে।
সেই চ্যালেঞ্জ সামলেও এবারের সাফ সেমিফাইনালে পৌঁছেছে ভারত ও বাংলাদেশ। ভারতের সামনে যেমন লেবানন, তেমনই বাংলাদেশের মুখোমুখি কুয়েত। শেষ পর্যন্ত কোন দল জিতবে সেটাই দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন