Ranji Trophy: শামিকে বাদ রেখেই রঞ্জি দল ঘোষণা বাংলার, দেখুন একনজরে

People's Reporter: বাংলা দলকে নেতৃত্ব দেবেন অনুষ্টুপ মজুমদার। ১৮ অক্টোবর ইডেনে বিহারের বিরুদ্ধে খেলবে বাংলা। বাংলা দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা।
বাংলার রঞ্জি দল
বাংলার রঞ্জি দলছবি - প্রতীকী
Published on

আগামী রঞ্জি ট্রফির প্রথম ২ ম্যাচের দল ঘোষণা করলো বাংলা। বাংলা দলে নাম নেই বাংলা তথা ভারতীয় দলের পেসার মহম্মদ শামির। সম্পূর্ণ সুস্থ নন বলেই শামিকে দলে রাখা হয়নি বলে জানা যাচ্ছে।

মহম্মদ শামি নিজেই বলেছিলেন বাংলা দলের হয়ে কয়েকটা ম্যাচে খেলে ভারতীয় দলে ফিরতে চান তিনি। কিন্তু শোনা যাচ্ছে শামি এখনও পুরোপুরি ফিট নন। সেই কারণে দলে রাখা হয়নি তারকা পেসারকে। ১১ অক্টোবর লখনউয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বাংলা।

অভিমন্যু ঈশ্বরণ এই মুহূর্তে লখনউয়েই রয়েছেন, ইরানি ট্রফিতে ব্যাট হাতে ১৯১ রান করেন। তাঁর সঙ্গে মুকেশ কুমারও ইরানিতে খেলছেন। তাঁরা লখনউয়েই বাংলা দলের সঙ্গে যোগ দেবেন। মুকেশ যদি নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় দলে ডাক পান সেক্ষেত্রে মুকেশকেও পাবে না বাংলা।

বাংলা দলকে নেতৃত্ব দেবেন অনুষ্টুপ মজুমদার। এরপর ১৮ অক্টোবর ইডেনে বিহারের বিরুদ্ধে খেলবে বাংলা। বাংলা দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। প্রথম একাদশে অভিষেক পোড়েলও থাকার সম্ভবনা রয়েছে। সেক্ষত্রে উইকেটকিপিং কে করবেন সেইদিকে নজর থাকবে।

বাংলা দল
বাংলা দলছবি - সংগৃহীত

একনজরে বাংলা দল -

অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, আভিলিন ঘোষ, শুভম দে, আকাশ দীপ, মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, যুধাজিৎ গুহ, রোহিত কুমার এবং ঋষভ বিবেক।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in