লড়াই করে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১১ রানে রঞ্জি ম্যাচ জিতলো বাংলা। বিপক্ষের শেষ উইকেট নিয়ে বাংলার জন্য ৬ পয়েন্ট নিশ্চিত করলেন মহম্মদ শামি। অনবদ্য পারফর্ম করেন বাংলার শাহবাজ আহমেদও।
শনিবার ইন্দোরে শাহবাজ আহমেদের বোলিংয়ের উপর ভর করেই কার্যত জয় পায় টিম বেঙ্গল। শাহবাজ নিলেন ৪ উইকেট। এছাড়া শামি ৩টি, রোহিত কুমার ২ টি আর কাইফ ১টি উইকেট পেলেন। তবে শেষ উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন মহম্মদ শামি। দুই ইনিংসে মোট ৭ উইকেট নিলেন তিনি।
৩৩৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৩ উইকেটে ১৫০। সেখান থেকে চতুর্থ দিনের শুরুতেই রজত পতিদারকে ৩২ রানের মাথায় আউট করেন শামি। হরপ্রীত সিং ৭ রানে কাইফের ডেলিভারিতে আউট হন।
এরপর কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার এবং শুভম শর্মা মধ্যপ্রদেশ ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ৫৩ রান করে রোহিত কুমারের বলে আউট হন। এরপর ভেঙ্কটেশের সঙ্গে ভালো খেলতে থাকা শুভম শর্মাও ৬১ রান করে শাহবাজ আহমেদের বলে এলবিডব্লিউ হন।
সারাংশ জৈনকে ৩২ রানে ফেরান শাহবাজ। এরপর আরিয়ান পাণ্ডের উইকেট নেন তিনি। জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৪ রান। মধ্যপ্রদেশের হাতে ৩০-র বেশি ওভার ছিল। হাতে ছিল একটি উইকেট। কুমার কার্তিকেয়র উইকেট নিয়ে মধ্যপ্রদেশের ইনিংস শেষ করেন শামি। ২২৮ রানে শেষ হয় মধ্যপ্রদেশ।
রঞ্জিতে বাংলার এখনও হরিয়ানা এবং পাঞ্জাব ম্যাচ বাকি। এই দুটো ম্যাচ জেতা ছাড়া রাস্তা নেই। কারণ বৃষ্টির কারণে বিহার আর কেরালা ম্যাচে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট হয় টিম বেঙ্গলের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন