সন্তোষ ট্রফির মূল পর্বে উঠতে ব্যর্থ বাংলা, নাম না করে আইএফএ কর্তাদের দিকে আঙুল তুললেন কোচ!

People's Reporter: বাংলার কোচ রঞ্জন চৌধুরী পিপলস রিপোর্টারকে বলেন, 'এভাবে হয় না। ২ দিনের মধ্যে টিম করে আমাকে দিয়ে দিল খেলতে চলে গেলাম। সময় দরকার হয়।'
রোনাল্ডিনহোর সাথে আইএফএ কর্তারা
রোনাল্ডিনহোর সাথে আইএফএ কর্তারাছবি - সংগৃহীত
Published on

চলতি বছর সন্তোষ ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ রঞ্জন চৌধুরীর বাংলা। প্রথম ম্যাচে ওড়িশাকে হারালেও প্রশ্ন ছিল বাংলা দলের পারফরম্যান্সের মান নিয়ে। এরপর দিল্লি ও হরিয়ানার বিরুদ্ধে গোলশূন্য ড্র। সোমবার পাঞ্জাবের কাছে ৩-০ গোলে হেরে সন্তোষ ট্রফির মূল পর্বে উঠতে ব্যর্থ হলো বাংলা।

গতবারের ব্যর্থতার পর দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার কোচ বদল হল, নতুন দল তৈরি হল কিন্তু ফলাফল বদলালো না। সবথেকে বেশিবার সন্তোষ জেতা দল কোয়ালিফাই করতে পারছে না। এটা সত্যিই লজ্জার দিন বাংলার ফুটবলের জন্য।

বাংলার ব্যর্থতা নিয়ে আইএফএ কর্তারা আদৌ চিন্তিত কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলার ব্যর্থতার দিনে আইএফএ কর্তাদের দেখা গেলো ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহোর সঙ্গে ছবি তুলতে। সন্তোষ ট্রফির ব্যর্থতার প্রশ্ন উঠতেই এড়িয়ে যান কর্তারা।

বাংলার কোচ রঞ্জন চৌধুরী পিপলস রিপোর্টারকে বলেন, 'এভাবে হয় না। ২ দিনের মধ্যে টিম করে আমাকে দিয়ে দিল খেলতে চলে গেলাম। সময় দরকার হয়।' কোচ মুখে না বললেও আইএফএ কর্তাদের খামখেয়ালি মনোভাবকেই তিনি দায়ী করছেন। শেষবার বাংলা ২০২১-২২ মরসুমে জয়দীপ মুখার্জী সচিব থাকার সময় সন্তোষ ট্রফি ফাইনাল খেলে। কিন্তু ফাইনালে জিততে ব্যর্থ হয়।

রোনাল্ডিনহোর সাথে আইএফএ কর্তারা
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট! সাথে আছে আরও ৪টি খেলা
রোনাল্ডিনহোর সাথে আইএফএ কর্তারা
AFC Cup 2023: একই মাঠে দুই ম্যাচ! এএফসি কাপে মোহনবাগান ম্যাচের সময় বদল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in