রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই ধাক্কা বাংলার। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিতে প্রথম ম্যাচেই ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। প্রথম ইনিংসে ৪০৯ রান করে বঙ্গ ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে ৪৪৫ রান করে ফেলে অন্ধ্রপ্রদেশ।
বাংলার বোলারদের বিরুদ্ধে যখন অন্ধ্রপ্রদেশ একের পর এক উইকেট হারাতে থাকছিল, ঠিক সময়েই মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করে গেলেন রিকি ভুঁই। তাঁর একক দক্ষতায় প্রথম ইনিংসে বাংলার রান ছুঁয়ে ফেলে অন্ধ্র। শেষ পর্যন্ত ব্যাটিং করলেন রিকি। তাঁকে সঙ্গ দিলেন নীতিশ রেড্ডি ও শোয়েব মহম্মদ খান। নীতিশ করেন ৩০ রান। শোয়েবের ব্যাট থেকে আসে ৫৬ রান। রিকি একাই ১৭৫ রান করে দেন।
তৃতীয় দিনের শেষে ৭০ রানে এগিয়ে ছিল বাংলা। চতুর্থ দিন দ্রুত উইকেট ফেলতে পারলে একটা সুযোগ ছিল লিড নেওয়ার। কিন্তু রিকি তা হতে দেননি। ধৈর্যের পরিচয় দিয়ে ব্যাটিং করে গেলেন রিকি। ইনিংসে ২৩টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। রিকি আউট হওয়ার সঙ্গেই শেষ হয়ে যায় অন্ধ্রের ইনিংস। ৪৪৫ রানে অল আউট হয় বাংলার বিপক্ষ দলটি। বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮২ রান তোলে ১ উইকেটের বিনিময়ে।
বাংলার পরের ম্যাচ আছে কুলদীপ যাদবদের উত্তরপ্রদেশের বিরুদ্ধে। আগামী ১২ জানুয়ারি থেকে সেই ম্যাচ শুরু হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন