Vijay Hazare Trophy: ব্যর্থ হলো শাহবাজের সেঞ্চুর, হরিয়ানার বিরুদ্ধে হেরে বিদায় বাংলার

People's Reporter: সোমবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলা এবং হরিয়ানা। প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ২২৫ রান তোলে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা।
Vijay Hazare Trophy: ব্যর্থ হলো শাহবাজের সেঞ্চুর, হরিয়ানার বিরুদ্ধে হেরে বিদায় বাংলার
ছবি - সংগৃহীত
Published on

হরিয়ানার কাছে হেরে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার। ৪ উইকেটে জিতে সেমিফাইনালে উঠলো হরিয়ানা। জলে গেল বাংলার শাহবাজ আহমেদের শতরান।

সোমবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলা এবং হরিয়ানা। প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ২২৫ রান তোলে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। শুরু থেকেই উইকেট পড়তে থাকে বাংলার। মিডল ওর্ডারে হাল ধরেন শাহবাজ আহমেদ। ১১৮ বল খেলে তিনি করেন ১০০ রান।

হরিয়ানার তরফ থেকে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ২টি করে উইকেট পান সুমিত কুমার এবং রাহুল তেওয়াটিয়া। একটি উইকেট পা নিশান্ত সিধু।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই যুবরাজ সিং-র উইকেট নেন বাংলার মহম্মদ কাইফ। হরিয়ানার হয়ে শতরান করেন অঙ্কিত কুমার। অধিনায়ক আশোক মেনারিয়ার ব্যাট থেকে আসে ৩৯ রান। শেষে রাহুল তেওয়াটিয়া (২১) এবং সুমিত কুমার (১০) অপরাজিত থেকে হরিয়ানাকে সেমিফাইনালে তোলে।

বাংলার হয়ে ২টি করে উইকেট পান প্রদীপ্ত প্রামাণিক এবং মহম্মদ কাইফ। ১টি করে উইকেট পান ইশান পোরেল এবং শাহবাজ আহমেদ। ম্যাচের সেরা হন হরিয়ানার যুজবেন্দ্র চাহাল।

অন্যদিকে, মুম্বইকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তামিলনাড়ু। বিদর্ভকে ৭ উইকেটে হারিয়ে শেষ চারে কর্ণাটকও। কেরালাকে ২০০ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রাজস্থান। শেষ চারে তামিলনাড়ুর মুখোমুখি হবে হরিয়ানা এবং রাজস্থান খেলবে কর্ণাটকের বিরুদ্ধে।

Vijay Hazare Trophy: ব্যর্থ হলো শাহবাজের সেঞ্চুর, হরিয়ানার বিরুদ্ধে হেরে বিদায় বাংলার
AFC Cup: নিয়মরক্ষার ম্যাচেও মাজিয়ার কাছে হার মোহনবাগানের, স্বপ্ন দেখাচ্ছে ওড়িশা
Vijay Hazare Trophy: ব্যর্থ হলো শাহবাজের সেঞ্চুর, হরিয়ানার বিরুদ্ধে হেরে বিদায় বাংলার
Eden Gardens: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ইডেনে বাড়ছে আসন সংখ্যা! নতুন বছর থেকেই কাজ শুরু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in