Santosh Trophy 2023-24: প্রকাশ্যে সন্তোষ ট্রফির গ্রুপ, বাংলার সামনে কঠিন প্রতিপক্ষ

People's Reporter: ৬ অক্টোবর থেকে ২০ অক্টোবরের উইন্ডোতেই খেলা হবে গ্রুপ পর্বের ম্যাচ। এবারেও সেমিফাইনাল আর ফাইনাল সম্ভবত সৌদি আরবেই হবে।
সন্তোষ ট্রফি
সন্তোষ ট্রফিফাইল চিত্র - সংগৃহীত
Published on

আসন্ন ২০২৩-২৪ মরসুমের সন্তোষ ট্রফির গ্রুপ ঘোষণা করলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবার মূলপর্বের আসর অনুষ্ঠিত হবে অরুণাচল প্রদেশে। ৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর উইন্ডোতেই খেলা হবে গ্রুপ পর্বের ম্যাচ। এবারেও সেমিফাইনাল আর ফাইনাল সম্ভবত সৌদি আরবেই হবে।

বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলা দল। পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা রয়েছে গ্রুপ বি-তে। বাংলার গ্রুপে পঞ্জাব, হরিয়ানার মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। একইসঙ্গে ওড়িশা, দিল্লী, লাদাখও আছে। শেষবার ২০১৭ সালে সন্তোষ ট্রফি জয় করে বাংলা। তবে এবার কোচ রঞ্জন চৌধুরী ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন।

একনজরে দেখে নেওয়া যাক সন্তোষ ট্রফির গ্রুপবিন্যাস:-

১) গ্রপ-এ (গোয়া) -

কেরল, গোয়া, ছত্তিশগড়, গুজরাট, অরুণাচল প্রদেশ, জম্মু এবং কাশ্মীর

২) গ্রপ-বি (পঞ্জাব) -

পঞ্জাব, হরিয়ানা, ওড়িশা, দিল্লি ,লাদাখ, পশ্চিমবঙ্গ

৩) গ্রুপ-সি (উত্তরপ্রদেশ) -

মণিপুর, ঝাড়খন্ড, তামিলনাড়ু, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ।

৪) গ্রুপ-ডি (আসাম) -

রেলওয়েজ, বিহার, চন্ডিগড়, রাজস্থান, আসাম, হিমাচল প্রদেশ

৫) গ্রুপ -ই (অমৃতসর, পাঞ্জাব) -

সার্ভিসেস, উত্তরাখন্ড, মিজোরাম, পন্ডিচেরি, সিকিম, দাদরা এবং নগর হাভেলি, দমন এবং দিউ৬

৬) গ্রুপ-এফ (মহারাষ্ট্র) -

মহারাষ্ট্র, তেলেঙ্গানা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, ত্রিপুরা

সন্তোষ ট্রফি
ISL 2023-24: একাধিক সুযোগ নষ্ট, ম্যাচ ড্র করেও দলের পারফরম্যান্সে খুশি ইস্টবেঙ্গল কোচ
সন্তোষ ট্রফি
ISL 2023-24: আইএসএলে অভিযান শুরুর আগে স্পনসর পেলো ইস্টবেঙ্গল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in