বেঙ্গল প্রো টি২০ লিগের সূচিতে বদল। ১২ জুনের জায়গায় ১১ জুন শুরু হবে এই টুর্নামেন্ট। আর মেয়েদের খেলা শুরু ১২ জুন। টুর্নামেন্ট চলবে ২৮ জুন অবধি।
১১ জুন থেকে ইডেনে হবে ছেলেদের ম্যাচগুলো। ১২ জুন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে খেলবে মেয়েরা। টুর্নামেন্টের সূচি ক'দিনের মধ্যে জানা যাবে।
সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জানান, "বিসিসিআইয়ের গাইডলাইন অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এইধরনের কোনও টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। তাই জুন ছাড়া আমাদের কাছে কোনও বিকল্প ছিল না।"
লিগ এবং নক আউট ফরম্যাটে খেলা হবে। ছেলে এবং মেয়েদের বিভাগে মোট ৩১টি করে ম্যাচ খেলা হবে। উভয় দলেই কোনও বিদেশি খেলানো যাবে না। প্রথম একাদশে একজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। বাংলার ক্রিকেটার এবং কোচ অগ্রাধিকার পাবে। কোনও বিদেশি কোচ নেওয়া যাবে না। কোনও দল চাইলে বিদেশি মেন্টর নিতে পারে। ১০ বছরের জন্য এক একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করবে সিএবি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন