IPL ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মতো প্রো কবাডির বেঙ্গল ওয়ারিয়র্সেও নেই বাংলার কোনো খেলোয়াড়। যদিও অতীতে এই ছবি ছিল না। যা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রো কবাডির বাংলার অধিনায়ক মনিন্দর সিং বলেন, 'এখানকার ফ্যানেরাই আমাদের লাকি চার্ম। আমি এই দলে আসার পর কলকাতায় কখনও হারিনি। অন্য শহরে হার-জিত চলতেই থাকে, কিন্তু কলকাতায় যে সমর্থন পাই তা আমাদের উজ্জীবিত করে।'
অতীতে বাংলা কবাডির একটা ইতিহাস ছিল। বাংলা থেকেই আনসার আলি, বিশ্বজিৎ পালিত, অর্জুন মণিকা নাথ, রমা সরকার, কিংবা পায়েল চৌধুরীর মতো খেলোয়াড় ছিল। কিন্তু রাজনীতির কোলাহলে বাংলা কবাডি সেই সুনাম কার্যত হারিয়েছে।
৯ থেকে ১৪ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে চলবে প্রো কবাডি লিগের দশম সংস্করণ। চার বছর পর বাংলার বেঙ্গল ওয়ারিয়র্স হোম লেগ খেলবে নিজেদের শহরে। ২০১৯ সালে শেষবার ঘরের মাঠে বাংলার ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হয়েছিল।
২০১৪ সালে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কাবাডি লিগ। গত ন'বছরে দেশের বিভিন্ন শহরে জনপ্রিয়তা অর্জন করেছে এই লিগ। নেতাজি ইন্ডোরে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে বেঙ্গল ওয়ারিয়র্স। উপস্থিত ছিলেন দলের সিইও অপূর্ব গুপ্তা, বাংলার কোচ কাশীনাথ ভাস্করণ, অধিনায়ক মনিন্দর সিং এবং ডিফেন্ডার শুভম শিন্ডে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন