Ranji Trophy: ঘোষণা করা হল বাংলার রঞ্জি দল, স্কোয়াডে ফিরলেন 'অভিমানী' ঋদ্ধি

People's Reporter: ১৯৮৯-৯০ মরসুমের পরে একাধিকবার রঞ্জি ট্রফির ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা দল।
বাংলার রঞ্জি দল
বাংলার রঞ্জি দলছবি - প্রতীকী
Published on

আগামী মরসুমের জন্য বাংলার ৩০ জনের সম্ভাব্য দল ঘোষণা করল ক্রিকেট আসোসিয়েশন অফ বেঙ্গল। স্বাভাবিকভাবেই দলে ফেরানো হয়েছে ঋদ্ধিমান সাহাকে। বাংলা ছেড়ে 'অভিমানে' ত্রিপুরায় গিয়েছিলেন ঋদ্ধি। তবে এই মরসুমে তিনি বাংলায় ফিরলেন।

ঋদ্ধিমান ফিরলেও বাংলার উইকেট কিপার নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। কারণ ব্যাট হাতে আর উইকেটের পেছনে ভালো পারফরমেন্স করছেন অভিষেক পোড়েল। তবে মনে করা হচ্ছে প্রথম একাদশে খেলবেন দুজন উইকেটকিপারই।

মনোজ তিওয়ারি অবসর নিয়েছেন। অভিমন্যু ঈশ্বরণ হতে পারে আগামী মরসুমের অধিনায়ক। এছাড়া বাংলা ছেড়ে ত্রিপুরা যাওয়া সুদীপ চট্টোপাধ্যায়ও বাংলায় ফিরেছেন। তাঁকেও দলে নেওয়া হয়েছে। তবে বাংলা দলে নেই পেসার মহম্মদ শামী। শামী সময় দিতে পারবেন কিনা, সেকথা ভেবেই তারকা পেসারকে রাখা হয়নি দলে। ১৯৮৯-৯০ মরসুমের পরে একাধিকবার রঞ্জি ট্রফির ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা দল।

বাংলার সম্ভাব্য দল: অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), শুভঙ্কর বল (উইকেটকিপার), অগ্নিভ পান (উইকেটকিপার), সৌরভ পাল, শুভম চট্টোপাধ্যায়, অঙ্কুর পাল, কাজি জুনেইদ সইফি, শুভম দে, অভিলীন ঘোষ, প্রিয়াংশু গৌরব শ্রীবাস্তব, শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, ঋত্বিক চট্টোপাধ্যায়, বিকাশ সিং, কর্ণ লাল, শুভম সরকার, সক্ষম চৌধুরী, মুকেশ কুমার, আকাশ দীপ সিং, ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, রবি কুমার, যুধাজিৎ গুহ, রোহিত কুমার, সৌম্যদীপ মণ্ডল, অনন্ত সাহা, ঋষভ বিবেক, সৈয়দ ইরফান আফতাব, বৈভব যাদব, আমির গনি ও সুজিত কুমার যাদব।

বাংলার রঞ্জি দল
Mohun Bagan: অস্ট্রেলিয়া লিগে খেলা ব্রিটিশ ডিফেন্ডারকে সই করাল মোহনবাগান!
বাংলার রঞ্জি দল
IND vs ZIM T20: জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম দুই টি-২০ থেকে বাদ ৩ তারকা ব্যাটার! পরিবর্ত হিসেবে কারা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in