চলে গেলেন বাংলা তথা ইস্টবেঙ্গলের প্রাক্তন ডানহাতি স্পিনার (লেগব্রেক এবং অফব্রেক) দীপঙ্কর সরকার I শনিবার সকালে তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনে ৭৪ বছর বয়েসে তিনি পরলোকগমন করেন I
ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ষাটের দশকের মধ্যভাগে এবং সত্তরের প্রথমভাগে তিনি কৃতিত্বের সাথে ক্রিকেট খেলেছিলেন I তাঁর স্মৃতিতে বলতে গিয়ে বাংলার প্রাক্তন রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ ব্যানার্জি জানান - "দীপঙ্কর দা, খুব ভালো লেগ স্পিন করতেন, আর মাঝে মাঝে হঠাৎ করে বেশ জোরের সাথে অফ স্পিন করে দিতেন। যার ফলে সেই সময় বেশ বাঘা বাঘা ব্যাটসম্যানও সেটা সামলাতে পারতো না"I
তিনি আরও বলেন, "ভারতের স্কুল দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দীপঙ্কর দা অনবদ্য পারফরমেন্স করেছিলেনI পরবর্তীতে কালীঘাট ও ইস্টবেঙ্গলে কৃতিত্বের সাথে খেলেছিলেন I বাংলা এবং রেলওয়েজের হয়ে বেশ কয়েকবার রঞ্জিও খেলেছিলেন দীপঙ্কর দা"I
পাশাপাশি সম্বরণ ব্যানার্জি বলেন, "বোলিং তো ছিলই, পাশাপাশি কার্যকরী ব্যাটসম্যানও ছিলেন তিনি। দীপঙ্কর দা আমার থেকে সিনিয়র ছিলেন, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল তাঁর সাথে বেশ কিছু ম্যাচ খেলবারI এক এক করে বহু বিখ্যাত বাঙালি ক্রিকেটার চলে যাচ্ছেন, বাংলার ক্রিকেটের ময়দান খালি হয়ে যাচ্ছে I তাঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ I দীপঙ্কর দা যেখানেই থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি "I দীপঙ্কর সরকারের প্রয়াণে শোকাহত ইস্টবেঙ্গল ক্লাবও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন