ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে কঠিন জয় পেয়েছে মোহনবাগান। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ৬। কম ব্যবধানে জেতার কারণ হিসেবে বাগান কোচ খেলোয়াড়দের ক্লান্তিকে দায়ী করেছেন।
মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, "শুরু থেকেই মনবীর, লিস্টন, জেসন, সাহালরা সামনে উঠে খেলছিল। ম্যাচের ৬০-৬৫ মিনিট খেলার পরে যখন ফুটবলাররা ক্লান্ত হতে শুরু করে, তখন ওদের পক্ষে জায়গা তৈরি করা কঠিন হয়ে ওঠে। তাও আমরা পরিবর্ত খেলোয়াড়দের নামিয়ে দলের ভারসাম্য ফেরানোর চেষ্টা করেছি। কিন্তু সতীর্থদের ক্লান্তি কাটিয়ে ছন্দে ফেরা কঠিন ছিল। তবে দলের ছেলেদের হার না মানার মানসিকতা দেখে আমি খুশি। ক্লান্তি থাকা সত্ত্বেও ওরা হাল ছাড়েনি।"
গতকালের ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করে দুই দলই। তবে বেশি আক্রমণ করে মোহনবাগান। কিন্তু বেঙ্গালুরুর ডিফেন্স সমস্ত আক্রমণই নষ্ট করে দেয়। অবশেষে ৬৮ মিনিটের মাথায় জয়সূচক গোলটি আসে হুগো বুমৌসের পা থেকে। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে ১১টি শট মারে তারা। কিন্তু তার মধ্যে দশটি শটই লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচে দুটি লাল কার্ড দেখে বেঙ্গালুরুর রোশন এবং সুরেশ। তারপরও ব্যবধান বাড়াতে পারেনি ফেরান্দোর ছেলেরা।
অন্যদিকে, আগামী ২ অক্টোবর এএফসি কাপের ম্যাচে মলদ্বীপের মাজিয়ার এস অ্যান্ড আরসি-র বিরুদ্ধে নামবে তারা। তার চার দিন পরেই ফের চেন্নাইনের বিরুদ্ধে আইএসএলের পরের ম্যাচ। এই ম্যাচগুলিতে তাঁদের লক্ষ্য নিয়ে ফেরান্দো বলেন, "আমরা ম্যাচের শেষ দিকে অনেকগুলো গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। ওই সময় ওঠানামায় কিছুটা হলেও উন্নতি দেখা যায়। পরের ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে আরও বেশি জায়গা তৈরি ও নিয়ন্ত্রণ করে আরও বেশি গোলের সুযোগ তৈরি করা"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন