Bhavani Devi: প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয় ভবানী দেবীর

সেমিফাইনালে উজবেকিস্তানের জায়নাব দায়িবেকোভার কাছে হারলেও ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন এই ভারতীয় ফেন্সার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৫-১৪ ব্যবধানে হারতে হয় ভারতীয় তারকাকে।
ভবানী দেবী
ভবানী দেবীছবি - ভবানী দেবীর ফেসবুক
Published on

ফের ইতিহাস গড়লেন ভারতের তারকা ফেন্সার সি.এ ভবানী দেবী। প্রথম ভারতীয় ফেন্সার হিসেবে অলিম্পিকে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিলেন আগেই। এবার প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশীপে পদক জিতলেন ভবানী দেবী। সেমিফাইনালে উজবেকিস্তানের জায়নাব দায়িবেকোভার কাছে হারলেও ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন এই ভারতীয় ফেন্সার।

চিনের উইকসিতে আয়োজিত এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জাপানের মিশাকি এমুরাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে ছিলেন ভবানী দেবী। বিশ্বের এক নম্বর ফেন্সারকে ১৫-১০ ব্যবধানে হারানোর সাথে সাথেই পদক নিশ্চিত করেছিলেন তিনি।

সেমিফাইনালে ভবানী দেবীর সামনে সুযোগ ছিল পদকের রং বদলানোর। উজবেক প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইও করলেন চোখে চোখ রেখে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৫-১৪ ব্যবধানে হারতে হয় ভারতীয় তারকাকে।

ভবানী দেবীর ঐতিহাসিক জয়ের পর অভিনন্দন জানান ফেন্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি-জেনারেল রাজীব মেহতা। সর্বভারতীয় এক সংবাদসংস্থায় তিনি বলেন, "ভারতীয় ফেন্সিংয়ের জন্য এটি একটি অত্যন্ত গর্বের দিন। ভবানী যা অর্জন করেছেন তা অতীতে কেউ অর্জন করতে পারেনি। তিনিই প্রথম ভারতীয় ফেন্সার যিনি এশিয়ান চ্যাম্পিয়নশীপে পদক জিতেছেন। পুরো ফেন্সিং দলের পক্ষ থেকে, আমি তাঁকে অভিনন্দন জানাই।"

ভবানী দেবী
‘এভাবে খেললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো লাভ হবে না’ - ট্রফি জিতেও অসন্তুষ্ট ভারতীয় কোচ
ভবানী দেবী
ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পুরস্কার, ভারতীয় দলকে ১ কোটি টাকা দেবে ওড়িশা সরকার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in