সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের নিয়ে দেশবাসী যখন ব্যস্ত তখন কার্যত নিঃশব্দেই ফেন্সিংয়ে ইতিহাস গড়লেন ভবানী দেবী। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশীপে (Commonwealth Fencing Championships) সোনা জিতলেন তিনি। সিনিয়র মহিলা সাব্রে ক্যাটাগরিতে অস্ট্রেলিয়ার ফেন্সার ভেরনিকা ভাসিলেভাকে হারিয়ে সোনা জিতলেন ভবানী দেবী। খেলার ফল ভারতীয় ফেন্সারের পক্ষে ১৫-১০।
সিনিয়র মহিলা সাব্রে ক্যাটাগরিতে ২০১৮ সালে অস্ট্রেলিয়া কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশীপেও সোনা জিতেছিলেন ভবানী। এবার লন্ডন থেকেও সোনা জিতলেন তিনি। অর্থাৎ কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় সোনা গলায় ঝোলালেন ভবানী।
টোকিও অলিম্পিক্সের মঞ্চে ভারতের প্রথম ফেন্সার হিসেবে যোগ্যতা অর্জন করে আগেই নজির গড়েছিলেন ভবানী দেবী। অলিম্পিক্সে নিজের প্রথম রাউন্ডের ম্যাচ জিতে অবাকও করে দিয়েছিলেন ভারতীয় ফেন্সার। রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে তিনি ১৫-৩ ফলে হারিয়েছিলেন তিউনিশিয়ার নাদিয়া বেন আজিজিকে। রাউন্ড অফ ৩২- এর ম্যাচে ব্রোঞ্জ জয়ী ফরাসী ফেন্সার ম্যারন ব্রুনেটের কাছে হারতে হয় তাঁকে।
এর আগে বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশীপে রাউন্ড অফ ৩২ থেকে ছিটকে গিয়েছিলেন ভবানী। কাউরোতে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় জার্মানির লারিসা আইফলারের কাছে হারতে হয়েছিলো তাঁকে। তবে এবার আর ব্যর্থ হতে হলো না। দাপট দেখিয়েই কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশীপে সোনা জিতলেন ভবানী দেবী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন