KKR: বড় ধাক্কা নাইট শিবিরে, শ্রেয়স, ফার্গুসনের পর চোটের কবলে নীতিশ রানাও

বৃহস্পতিবার ইডেনে অনুশীলন করার সময় চোট লাগে রানার বাঁ-পায়ের গোড়ালিতে। আপাতত প্রাকটিস ছেড়ে নাইট শিবিরেই রয়েছেন নীতিশ।
নীতিশ রানা
নীতিশ রানাছবি - সংগৃহীত
Published on

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ। আগামী ৩১ শে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আসর। হাতে আর এক সপ্তাহেরও কম সময়। আর এই সময় বড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের পর চোট পেলেন নীতিশ রানাও।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে পিঠে ব্যথা অনুভব করেন শ্রেয়স আইয়ার। জানা যায় চোট এতোটাই গুরুতর যে অস্ত্রোপচারের প্রয়োজন শ্রেয়সের। তবে আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ত্রোপচার করছেন না শ্রেয়স। কিন্তু এবারের আইপিএলে খেলা তাঁর অনিশ্চিত। কলকাতা নাইট রাইডার্সকে বেছে নিতে হতে পারে নতুন অধিনায়ক।

শ্রেয়সের অনুপস্থিতিতে নীতিশ রানার পাল্লাই ভারী ছিল অধিনায়কত্বের ব্যাটন তুলে নেওয়ার। কিন্তু অনুশীলন করতে গিয়ে চোট পেলেন নীতিশও। বৃহস্পতিবার ইডেনে অনুশীলন করার সময় চোট লাগে রানার বাঁ-পায়ের গোড়ালিতে। আপাতত প্রাকটিস ছেড়ে নাইট শিবিরেই রয়েছেন নীতিশ।

রানার চোট অবশ্য গুরুতর নয় বলেই অনুমান করা হচ্ছে। এই চোট যদি গুরুতর হয়, তাহলে বড় সমস্যার মুখে পড়বে নাইট রাইডার্স। কারণ শ্রেয়স অনিশ্চিত তো রয়েছেনই, হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন কিউয়ি পেসার লকি ফার্গুসনও।

আসন্ন আইপিএলের প্রথম ম্যাচে আমেদাবাদে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর দ্বিতীয় দিনে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস।

নীতিশ রানা
Euro Cup Qualification: জোড়া গোল করেই যাত্রা শুরু অধিনায়ক এমবাপ্পের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in