অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডবলসের ফাইনালে উঠলেন 'বুড়ো' রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন জুটি। সেমি-ফাইনালে মাকাচ (২৩ বছর) এবং চীনের জাং (২৭ বছর)-র জুটিকে ৬-৩, ৩-৬ এবং ৬-৬(১০-৭) ব্যবধানে হারায় ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি।
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডবলসের সব থেকে চর্চিত টেনিস প্লেয়ার হলেন ভারতের রোহন বোপান্না। ৪৩ বছর বয়সে এসেও তরুণদের সাথে যেভাবে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন তা প্রশংসনীয়। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে মুখোমুখি হয় ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি এবং চেক ও চীনের জুটি।
ম্যাচের শুরুতেই প্রথম সেটে এগিয়ে যান রোহন এবং এবডেন। খেলার ফল হয় ৬-৩। পরের সেটে অবশ্য খেলাইয় ফেরেন চীনের জাং এবং চেকের মাকাচ। দ্বিতীয় সেট জেতেন ৬-৩ ব্যবধানে। তৃতীয় সেটে কার্যত নাটকীয় মোড় নেয় খেলা। প্রথমে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি এগিয়ে গেলেও করমাগত পয়েন্ট নিয়ে খেলায় ফেরে চীনা ও চেক জুটি। একসময় খেলা ৫-৫ হয়ে যায়। সেখান থেকে ফের ঘুরে দাঁড়ান বোপান্নারা। ৬-৫ হওয়ার পর ৬-৬ করে চীনা-চেক জুটি। অবশেষে ১০-৭ গেমে টাইব্রেক করে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি। ফাইনালের রাস্তা পাকা করেন তাঁরা।
অস্ট্রেলিয়ান ওপেনের পরবর্তী সেমি-ফানালে মুখোমুখি হবেন ইটালির অ্যান্ড্রিয়া ভাভাসোরি-সিমোনে বোলেলি এবং জার্মানির ইয়ানিক হানফমান-ডমিনিক কোয়েপফার জুটি। এই ম্যাচে যে জুটি জিতবে তাঁদের খেলতে হবে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটির সাথে। এখন দেখার ফাইনালেও রোহন-এবডেন জুটি নিজেদের সেরাটা দিতে পারেন কিনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন