অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না। ইটালিয়ান জুটিকে ৭-৬(৭-০) এবং ৭-৫ ব্যবধানে হারিয়েছেন বোপান্না এবং ম্যাথু এবডেন। এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলেন বোপান্না।
শনিবার পুরুষদের ডাবলসের ফাইনালে মুখোমুখি হয়েছিলন ভারতের রোহন বোপান্না-অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন এবং ইটালির সিমোন বোলেলি-ভাভাসোরি জুটি। দুই জুটিই দুরন্ত খেলতে থাকে। কখনও ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি জিতছে তো কখনও ইটালিয়ান জুটি জিতছে।
প্রথম সেট শেষ হয় ৭-৬ ব্যবধানে। টাইব্রেকারে ৭-০ পয়েন্টে জেতে বোপান্ন এবং এবডেন জুটি। দ্বিতীয় সেটেও দুরন্ত ছন্দে পাওয়া যায় দু'পক্ষকেই। তবে একাধিকবার বোঝাপোড়ায় ভুল হয় ইন্দো-অস্ট্রেলিয়ান জুটির। যার জেরে সহজ পয়েন্ট হারাতে হয় বোপান্নাদের। ম্যাচ একসময় ৫-৫ ড্র চলছিল। সেখান থেকে পর পর দুটি পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব নিজেদের নামে করে নেন বোপান্না এবং এবডেন।
এছাড়া পুরুষদের মধ্যে সবথেকে বেশি বয়সে গ্র্যান্ডস্লাম জেতা প্রথম প্লেয়ার হলেন রোহন বোপান্না। ৪৩ বছর ১১ মাস বয়সে এই খেতাব জিতলেন তিনি। এতদিন পুরুষদের মধ্যে সবথেকে বেশি বয়সে গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছিল ফরাসি টেনিস প্লেয়ার জাঁ জুলিয়েন রজারের। তিনি জিতেছিলেন ৪০ বছর ৯ মাস বয়সে। তাঁর আগে ৪০ বছর ৪ মাস বয়সে ইউএস ওপেন জিতেছিলেন মাইক ব্রায়ান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন