টেস্ট ক্রিকেটে ৩০০০ রান পূরণ করলেন কে এল রাহুল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিতর্কিত আউট হয়ে ফেরেন তিনি। অন্যদিকে বুমরাহ ম্যাজিকে চাপে অস্ট্রেলিয়া।
বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৫০ রানে। অজি বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ১৪ রানে ২ উইকেট হারানোর পর কিছুটা হলেও ভারতের হাল ধরেন রাহুল। কিন্তু বিতর্ক শুরু হয় ২৩তম ওভারে। অনেকেই দাবি করছেন কে এল রাহুল আউট ছিলেন না। আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন। রাহুলও আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন।
ওই ওভারে বল করতে আসেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। দ্বিতীয় বলে রাহুলের ব্যাটের খুব কাছে থেকে যায় বলটি। উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ধরে নেন। অনফিল্ড আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় অস্ট্রেলিয়া। সেখানে তৃতীয় আম্পয়ার আউট দেন। শব্দের লাইনে কিছুটা কম্পন দেখা যায়। কিন্তু সেটা ব্যাটের সাথে বলের নাকি ব্যাটের সাথে প্যাডের তা বোঝা যায়নি।
মাঠের মধ্যেই অসন্তোষ প্রকাশ করেন রাহুল। ২৬ রানে ফিরে যেতে হয় তাঁকে। রোহিত শর্মা না থাকায় যশস্বীর সাথে ওপেন করতে নেমেছিলেন তিনি। বিতর্কিত আউট হয়ে ফিরে গেলেও এদিন টেস্ট ক্রিকেটে ৩০০০ রান পূরণ করেছেন রাহুল।
প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ৪ উইকেটের বিনিময়ে ৩৭ রান করেছে। নাথান ম্যাকস্যুইনি (১০) জসপ্রীত বুমরাহর বলে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। ওই ওভারেই লাবুসানের ক্যাচ ফেলেন বিরাট কোহলি। বুমরাহর চতুর্থ ওভারে আউট হন উসমান খোয়াজা। পরের বলেই স্টিভ স্মিথকে ০ রানে ফেরান বুমরাহ। ১০ রানে আউট হন ট্রাভিস হেড। তাঁর উইকেট নেন টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া হর্ষিত রানা। বর্তমানে ১ রানে অপরাজিত রয়েছেন লাবুসেন এবং ৫ রানে অপরাজিত মিচেল মার্শর
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন