ইস্টবেঙ্গলে উৎসব। ১২ বছর পরে জাতীয় ট্রফি এলো লাল হলুদে। ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তবে আনন্দের মাঝেও দলের জন্য কিছুটা হলেও খারাপ খবর। কারণ দল ছাড়ছেন সেন্ট্রাল মিডফিল্ডার বোরহা হেরেরা।
ইস্টবেঙ্গল থেকে লোনে এফ সি গোয়ায় যোগ দিতে চলেছেন হেরেরা। ভিক্টর রড্রিগেসের পরিবর্তে তিনি গোয়ায় যোগ দিতে চলেছেন। গত ডিসেম্বর মাসে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন ভিক্টর। তাঁর জায়গাতেই খেলবেন বোরহা। যদিও শর্ট টার্ম লোনে যাচ্ছেন লাল-হলুদের এই মিডফিল্ডার।
বোরহা চলে যাওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারির ডার্বিতে কিছুটা হলেও পিছিয়ে থেকে শুরু করবে ইস্টবেঙ্গল। যদিও ক্লাব বিকল্প খুঁজতে শুরু করেছে। আইএসএল ফের শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে।
এখনও পর্যন্ত ১২ রাউন্ড হয়েছে। তবে সব দলের ১২টি করে ম্যাচ খেলা হয়নি। কেউ দশটি, কেউ ১১টি করে ম্যাচও খেলেছে। সাতটি দলের ১২টি করে ম্যাচ খেলা হয়ে গিয়ছে।
গত বছর ২৮ অক্টোবর ডার্বি হওয়ার কথা ছিল । কিন্তু উৎসব মরসুমের জন্য সেই ম্যাচ স্থগিত রাখা হয়। সেই ডার্বি ম্যাচ হবে ৩ ফেব্রুয়ারি, যুবভারতীতে। প্রথম ডার্বি হবে মোহনবাগানের হোম ম্যাচ। ডার্বির ফিরতি ম্যাচ হবে ১০ মার্চ। যেটি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন