আগামী মরসুমে নিজেদের দলগঠন খুব ভালোভাবেই করছে ইস্টবেঙ্গল। এবার তারা হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল।
আগামী ১ বছরের জন্য বোরহার সঙ্গে চুক্তি হল ক্লাবের। গত বছর হায়দরাবাদ এফসিতে খেলেন তিনি। বেশ প্রশংসনীয় ফুটবল উপহার দেন বোরহা হেরেরা। গত বছর হায়দরাবাদের জার্সিতে ২২টা ম্যাচ খেলেন। করেছিলেন ৪ গোল। বোরহার আগে হায়দরাবাদের ফরোয়ার্ড জেভিয়ার সিভেরিওকেও প্রায় নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল।
হায়দরাবাদের এই স্প্যানিশ জুটিকে এবার দেখা যাবে লাল-হলুদে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন সিলভার সঙ্গে আগেই চুক্তি সেরে রেখেছে ইস্টবেঙ্গল। সোমবার বোরহা জানান, 'ভারতীয় ফুটবলে আমার স্বপ্নটা সত্যি হল। হায়দরাবাদ এফসিতে ভালো মরসুম কাটিয়েছি। আশা করছি ইস্টবেঙ্গলেও কাটবে। কলকাতা ফুটবলের আবেগের সঙ্গে আমিও পরিচিত। কলকাতা ডার্বি জানি আমিও। ডার্বি খেলতে মুখিয়ে আছি। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর কোচকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।'
ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত জানালেন, বোরহাকে পেয়ে আমাদের দল অনেকটাই মজবুত হল। গত মরসুমে হায়দরাবাদ এফসির হয়ে খুব ভালো পারফরমেন্স করেছে। আশা করছি সেই ভালো পারফরমেন্সটা বজায় রাখবে ও।
বোরহা হেরেরার ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিয়ে ইমামি গ্রুপের চিফ মার্কেটিং অফিসার দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘আইএসএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডফিল্ডারদের একজন হলেন বোরহা হেরেরা। তাঁর অভিজ্ঞতার গভীরতা এবং নেতৃত্বের গুণাবলি আমাদের দলকে মাঠ ও মাঠের বাইরে প্রচুর শক্তি প্রদান করবে।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন