যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেসের বিরুদ্ধে। শুক্রবার বার্সেলোনার এক আদালত গ্রেফতারের নির্দেশ দিয়েছে ৩৯ বছরের ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। অভিযোগ, নাইটক্লাবে এক মহিলাকে যৌন নিগ্রহ করেছেন আলভেস। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, নাইট ক্লাবের ঘটনা সম্পর্কে আলভেসকে জিজ্ঞাসাবাদ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটা করার জন্য বিচারকের কাছে অনুরোধ করেছিলেন পাবলিক প্রসিকিউটররা। কারণ আদালত অনুমান করেছিল আলভেস গা ঢাকা দেওয়ার চেষ্টা করতে পারেন।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক ফুটবলার ছিলেন আলভেস। কাতালান পুলিশের তরফে জানানো হয়েছে, ২ জানুয়ারি তাদের কাছে যৌন নিগ্রহের অভিযোগ করেন এক মহিলা। তিনি জানিয়েছেন, আলভেস তাঁকে আপত্তিকর ভাবে ছুঁয়েছেন। যদিও পুলিশ মামলার বিস্তারিত বিবরণ দিতে অস্বীকার করে। একটি সূত্র সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছে, আলভেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে।
শুক্রবার যৌন নিপীড়নের অভিযোগে আলভেসকে বার্সেলোনা থানায় তলব করার পর প্রথমে হেফাজতে নেওয়া হয় এবং তারপর তাঁকে আদালতে তোলা হয়। শুক্রবার বিচারকের সামনে মহিলা তাঁর অভিযোগ পুনর্ব্যক্ত করেছেন বলে খবর। যেখানে আলভেসের বিপক্ষে ধর্ষণের অভিযোগ করেছেন তিনি।
স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, ৩০-৩১ ডিসেম্বর রাতে বার্সেলোনার একটি জনপ্রিয় নাইটক্লাবে এই যৌন নিপীড়নের ঘটনা ঘটে। ডেইলি সংবাদপত্র জানিয়েছে, এক মহিলার অনুমতি ছাড়াই আলভেস তাঁর অন্তর্বাসের ভেতরে হাত ঢোকান এবং তারপর তাঁকে টয়লেটে অনুসরণ করেন।
আলভেস অবশ্য যৌন নিগ্রহের অভিযোগ অস্বীকার করেছেন। স্পেনের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলভেস বলেন, "আমি ওই মহিলাকে চিনি না। ওই নাইট ক্লাবে আমি ছিলাম। আনন্দ করছিলাম। কিন্তু কারও কোনও ক্ষতি করিনি। কাউকে বিরক্ত করিনি।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন