কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ছিল মরক্কো। নিজেদের সেই চমক বিশ্বকাপের পরেও অব্যাহত রাখলো কাতারের সেমিফাইনালিস্টরা। ফিফা ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে নিজেদের ঘরের মাঠে হারালো মরক্কো। নিজেদের ইতিহাসে এই প্রথমবার সেলেসাওদের হারালো অ্যাটলাসের সিংহরা।
পেলের প্রয়াণের পর প্রথম বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। সেলেসাওদের সবার জার্সির পেছনে তাই ছিল পেলের নাম। কিন্তু মরক্কোর ঘরের মাঠে স্মরণীয় এই ম্যাচটিতে জয় অর্জন করতে পারলেন না ক্যাসিমিরো, ভিনিসিয়াসরা। সুফিয়ান বুফাল ও আব্দেল হামিদ সাবিরির গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতেছে স্বাগতিকরা।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। মরক্কো রয়েছে ১১ তম স্থানে। পরিসংখ্যানে একচ্ছত্রভাবে ব্রাজিল এগিয়ে থাকলেও লড়াই যে জাঁকজমক হবে তা আগেই অনুমান করা হয়েছিল। কারণ সাম্প্রতিক পারফর্ম্যান্সে মরক্কো যে কোনো প্রতিপক্ষেরই কাছে ত্রাসের কারণ।
ভারতীয় সময় ভোর সাড়ে তিনটায় রবিবার মাঠে নামে দুই দল। বিশ্বকাপের পর ব্রাজিল প্রথমবার মাঠে নেমে প্রথমার্ধেই পিছিয়ে যায় স্বাগতিকদের গোলে। ২৯ মিনিটের মাথায় গোল করেন বুফাল। দ্বিতীয়ার্ধে এসে অবশ্য সমতা ফিরে পায় ব্রাজিল। লুকাস পাকুয়েতার পাস থেকে গোল করে সেলেসাওদের সমতা এনে দেন অধিনায়ক ক্যাসিমিরো। তবে এই গোলের অল্প সময় বাদেই লীড পেয়ে যায় মরক্কো। ৭৯ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন আব্দেল হামিদ সাবিরি। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখেই জয় উৎসবে মাতে মরক্কো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন