ভিনিসিয়াস জুনিয়য়ের সমর্থনে এবার প্রীতি ম্যাচ খেলতে চলেছে ব্রাজিল। বর্ণবাদ বিরোধী প্রচারের অংশ হিসেবে দুই আফ্রিকান দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৭ ই জুন বার্সেলোনায় ব্রাজিল খেলবে গিনির বিপক্ষে এবং ২০ শে জুন লিসবনে খেলবে সেনেগালের বিপক্ষে।
রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগা ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ার পর থেকেই তোলপাড় ব্রাজিলের ফুটবল মহল। চলতি বছর এই নিয়ে পঞ্চমবার এমন আচরণের শিকার হলেন ব্রাজিলিয়ান তারকা। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে রিয়াল মাদ্রিদ।
পুরো ব্রাজিল জুড়েই তীব্র প্রতিবাদ করা হচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা থেকে শুরু করে নেইমার, রোনাল্ডোরা পাশে দাঁড়িয়েছে। ভিনিসিয়াসের সমর্থনে রয়েছে পুরো রিয়াল মাদ্রিদ দলই। লা লিগায় বুধবার রাতে রায়ো ভায়োকানোর বিরুদ্ধে খেলা শুরুর আগে রিয়ালের সব খেলোয়াড়ই নামেন 'ভিনি জুনিয়র' লেখা জার্সি পরে।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটের মাথায় ভিনিসিয়াসের দিকে গ্যালারি থেকে একটি ফুটবল ছুঁড়ে মারা হয় ভিনিসিয়াসের দিকে। সেই বলটি কুড়িয়ে ভিনিসিয়াসকে মারেন ভ্যালেন্সিয়ার এক ডিফেন্ডার। ওই ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখিয়ে রেফারি নির্দেশ দেন ফ্রি কিকের।
এরপরেই ঘটে বিপত্তি। গোল পোস্টের পেছন থেকে একজন দর্শক বর্ণবাদী মন্তব্য করেন। তখন ভিনিসিয়াস ছুটে যান সে দর্শকের দিকে। তিনি রেফারিকেও গ্যালারির সে অংশ দেখান। ম্যাচের শেষে রিয়াল কোচ বলেন, "পুরো স্টেডিয়াম একজন খেলোয়াড়ের প্রতি বানর বলে চিৎকার করছে। আমি কখনও এমনটি দেখিনি।"
ম্যাচের শেষে প্রতিবাদী সুর ছিল ভিনিসিয়াসের কন্ঠে। ব্রাজিলিয়ান তারকা বলেন, স্পেনের ফুটবল সংস্থার মদতেই বারবার এই ধরনের ঘটনা ঘটে চলেছে। রিয়াল তারকার পাশে দাঁড়ান কিলিয়ান এমবাপ্পে থেকে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন