ফের মাঠে ফিরছেন ব্যুফো। প্রবীণ এই ইতালিয়ান গোলরক্ষক ২০ বছর পর সিরি বি-র পারমাতে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার নিজেই একথা জানিয়েছেন ৪৩ বছর বয়সী জিয়ানলুইগি ব্যুফো। পারমা অ্যাকাডেমি থেকেই ১৯৯৫ সালের ১৯ নভেম্বর এ সি মিলানের বিরুদ্ধে তিনি খেলা শুরু করেন। যে খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন ব্যুফো।
পারমার হয়ে ২২০টি ম্যাচ খেলার পর ২০০১ সালে রেকর্ড পরিমাণ ৫২ মিলিয়ন ট্রান্সফার ফিতে ব্যুফো যোগ দেন জুভেন্টাসে। মাঝে এক মরশুমের জন্য খেলেন প্যারিস সাঁ জা-র হয়ে। পরে আবার জুভেন্টাসে ফেরেন।
গত মে মাসে ব্যুফো জানিয়েছিলেন জুভেন্টাস থেকে বিদায়ের কথা। যদিও পারমাতে যোগ দেবার সম্ভাবনার তখনই জানিয়ে রেখেছিলেন। বৃহস্পতিবার পারমার পক্ষ থেকে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হয়।
এদিন পারমার পক্ষ থেকে প্রেসিডেন্ট কাইল ক্রুজ জানান, ব্যুফো আবার পারমাতে ফিরে আসায় আমরা আনন্দিত। এটা সত্যিই আমাদের জন্যে এক বিশেষ মুহূর্ত। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা ক্লাব সমর্থকদের এই বিষয়ে বিস্তারিত জানাবো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন