IND vs ENG: চতুর্থ টেস্টে নেই বুমরাহ, তবে দলে ফিরছেন আরেক তারকা!

People's Reporter: বিসিসিআই সূত্রে খবর, বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার কারণেই বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পাওয়া যাবে না তারকা পেসার জসপ্রীত বুমরাহকে। বোর্ডের তরফ থেকেই বুমরাহকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে।

প্রথম তিন টেস্টেই ছিলেন জসপ্রীত বুমরাহ। ১৭টি উইকেট নিয়েছেন তিনি। বিসিসিআই সূত্রে খবর, বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার কারণেই বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে পঞ্চম টেস্টেও থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

একদিকে যখন বুমরাহকে রাঁচি টেস্টে পাওয়া যাবে না, ঠিক তেমনই চতুর্থ টেস্ট থেকে ভারতীয় শিবিরে যোগ দেবেন কে এল রাহুল। সূত্র মারফত জানা যাচ্ছে, ম্যাচ খেলার জন্য ফিট আছেন রাহুল। ফলে তাঁকে প্রথম একাদশে রাখা হতেও পারে।

তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছে টিম ইন্ডিয়া। টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রানেও জিতেছে রোহিত অ্যান্ড কোম্পানি। ২৩-২৭ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট হবে রাঁচিতে। এই টেস্ট জিতলে সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া। শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচ হবে ধর্মশালাতে। ৭-১১ মার্চ পঞ্চম টেস্টের দিন নির্ধারিত হয়েছে।

তিন টেস্ট ম্যাচ খেলে মোট ১৭টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। চতুর্থ টেস্টে তাঁর না থাকাটা কিছুটা হলেও দলের মধ্যে প্রভাব পড়বে বলেই বিশেষজ্ঞদের মত। পঞ্চম টেস্টে বুমরাহ খেলবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

জসপ্রীত বুমরাহ
IND vs ENG: তৃতীয় টেস্ট জিতেই পিচ নিয়ে সমালোচকদের কড়া জবাব রোহিতের!
জসপ্রীত বুমরাহ
Manoj Tiwari: 'বিরাট, রোহিতদের মত আমারও হিরো হওয়ার সুযোগ ছিল' - বিদায়বেলায় আবেগপ্রবণ মনোজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in