বায়ার লেভারকুসেনকে গোল বন্যায় ভাসিয়ে বুন্দেশলিগায় বড় জয় অর্জন করলো বায়ার্ন মিউনিখ। রবিবার লেভারকুসেনের বিরুদ্ধে ৫-১ গোলে জিতেছে বাভেরিয়ানরা। জোড়া গোল করেছেন পোলিশ সেনসেশন রবার্ট লেভনডস্কি এবং জার্মান তারকা সার্জ জিনাব্রি। এছাড়াও একটি গোল এসেছে টমাস মূলারের পা থেকে। লেভারকুসেনকে হারানোর সাথে সাথেই বুরুশিয়া ডর্টমুন্ডকে পেছনে ফেলে লীগ টেবিলের শীর্ষস্থান দখল করেছেন জুলিয়ান নাগালসম্যানেরা।
লেভারকুসেনের ঘরের মাঠ বে এরেনাতে এদিন প্রথমার্ধেই স্বাগতিকদের ৫ গোল হজম করায় বায়ার্ন। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় রবার্ট লেভনডস্কি গোলের মুখ খোলেন জার্মান জায়ান্টদের হয়ে। ৩০ মিনিটে আলফানসো ডেভিসের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লেভনডস্কিই। জোড়া গোল করে চলতি বুন্দেশলিগায় আর্লিং ব্রুট হলান্ডের সাথে যৌথভাবে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন লেভা। হলান্ড এবং লেভা দুজনেই ৯ টি করে গোল করেছেন এখনও পর্যন্ত।
৩০ মিনিটে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৩৪ থেকে ৩৭ মিনিটের মধ্যে ঝড়ের গতিতে পরপর আরও ৩ গোল হজম করতে হয় লেভারকুসেনকে। ৩৪ মিনিটে টমাস মূলারের গোলের পরমুহূর্তেই ৩৫ মিনিটের মাথায় চতুর্থ গোলটি করেন সার্জ জিনাব্রি। ৩৭ মিনিটে গোরেৎজকার পাস থেকে আরও একটি গোল করেন জিনাব্রি। প্রথমার্ধেই লেভারকুসেনের কাছ থেকে কার্যত জয় ছিনিয়ে নেয় নাগালসম্যানের ছাত্ররা।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোলের দেখা পায়নি বাভেরিয়ানরা। ৫৫ মিনিটে লেভারকুসেনের হয়ে একটি গোল পরিশোধ করেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক সিক। ৫-১ ব্যবধানে জয় নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থান দখল করে বায়ার্ন মিউনিখ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন