ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (BWF) র্যাঙ্কিং-এ পুরুষদের সিঙ্গলসে কেরিয়ারের সেরা স্থান পেলেন ভারতের তারকা শাটলার এইচ এস প্রণয়। মঙ্গলবার জারি করা র্যাঙ্কিং অনুযায়ী, দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন প্রণয়। একমাত্র ভারতীয় হিসেবে কেরালার এই ৩০ বর্ষীয় শাটলার বিডব্লিউএফ র্যাঙ্কিং-এ শীর্ষ দশে রয়েছেন।
ভারতের কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী মহিলা ডাবলস জুটি ট্রিসা জলি এবং গায়েত্রী গোপীচাঁদ দুই স্থান উপরে উঠে বিশ্বের ১৫ নম্বরে স্থান পেয়েছেন। দু'বারের অলিম্পিক্স পদকজয়ী শাটলার পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে একধাপ এগিয়ে ১১ নম্বরে রয়েছেন। সাইনা নেহওয়ালের কোনো উন্নতি হয়নি। ৩৬ নম্বরেই রয়েছেন তিনি।
পুরুষদের সিঙ্গলসে শীর্ষ ২০-র মধ্যেই জায়গা পেলেন না কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেন। লক্ষ্য রয়েছেন ২২ নম্বরে এবং শ্রীকান্ত ২৩ নম্বরে। পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছেন।
সুধিরমান কাপ ২০২৩-এর গ্রুপ পর্ব থেকে ভারতীয় মিক্সড দল মালয়েশিয়ার কাছে ছিটকে যাওয়ার পরেই এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। গ্রুপ -সি'তে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে ভারতকে রীতিমতো চূর্ণ করল মালয়েশিয়া। ৩-০ ফলে হার স্বীকার করতে হল ভারতকে। ফলে এই বারের মতন শেষ হয়ে গেল সুধিরমান কাপে ভারতের অভিযান।
ভারতীয় দলে ছিলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্তের মতো তারকারা। তবে তাঁদের একদমই ছন্দে পাওয়া যায়নি। চাইনিজ তাইপের পর মালয়েশিয়ার কাছে হারের ফলে গ্রুপে তিন নম্বরে শেষ করল ভারতীয় দল। এক এবং দুই নম্বরে শেষ করার ফলে মালয়েশিয়া এবং চাইনিজ তাইপে সরাসরি চলে গেল কোয়ার্টার ফাইনালে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন