লড়াই করেও পারলেন না। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতের অলিম্পিক্স পদকজয়ী শাটলার সাইনা নেহওয়াল। প্রি-কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানের কাছে হারলেন তিনি। তবে সাইনা হারলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের দুই ডবলস জুটি ধ্রুব কপিলা-এমআর অর্জুন এবং সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি।
এদিন শেষ ষোলোর লড়াইয়ে শুরুতেই চাপে পড়ে যান সাইনা নেহওয়াল। প্রথম সেটে ৩-১১ ব্যবধানে ওংবামরুংফানের কাছে পিছিয়ে পড়েছিলেন তিনি। এরপর অবশ্য নিজেকে এগিয়ে নিয়ে গেলেও ১৭-২১ ব্যবধানে প্রথম সেটে হারতে হয় তাঁকে। দ্বিতীয় সেট ২১-১৬ ব্যবধানে জিতে অবশ্য কামব্যাক করেছিলেন সাইনা। কিন্তু ২৬ বর্ষীয় ওংবামরুংফানের কাছে তৃতীয় সেটে আর পেরে ওঠেন নি ৩২ বর্ষীয় ভারতীয় শাটলার। ১৩-২১ ব্যবধানে তৃতীয় সেট হারতে হয় তাঁকে।
অন্যদিকে, পুরুষদের ডাবলসে দাপট দেখিয়ে চলেছেন ভারতের দুই জুটি। অবাছাই জুটি এমআর অর্জুন এবং ধ্রুব কপিলা শেষ ষোলোতে সিঙ্গাপুরের টেরি হি এবং লোহ কেন হেনেকে হারিয়ে কোয়ার্টারের টিকিট পেলেন। প্রথম সেটে হারলেও শেষ দুই সেটে বাজিমাৎ করেন অর্জুন-কপিলা। ৫৮ মিনিটের লড়াইয়ে ১৮-২১, ২১-১৫, ২১-১৬ ব্যবধানে ম্যাচ জিতে নেয় এই ভারতীয় জুটি।
ভারতের আর এক জুটি কমনওয়েলথ গেমসে সোনা জয়ী সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি তাঁদের ফর্মের ধারা বজায় রেখেছেন। মাত্র ৩৫ মিনিটে ডেনমার্কের জেপে বে ও লাসে মোলহেডকে স্ট্রেট গেমে হারান তাঁরা। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ২১-১২, ২১-১০। কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক-চিরাগ মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই জাপানের তাকুরো হকি এবং ইউগো কোবায়শির। অর্জুন-কপিলা জুটি শেষ আটে নামবেন তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ান জুটি মহম্মদ আহসান এবং হেন্দ্রা সেতিয়াওয়ানের বিপক্ষে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন