দু'বছরের চুক্তিতে ইন্টারের নতুন ম্যানেজার সিমোনে ইনজাঘি

ইতালিয়ান ক্লাব লাজিওতে দীর্ঘ ২২ বছর কাটিয়েছেন ইনজাঘি। ১৯৯৯ সালে লাজিওর হয়ে খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটে ইনজাঘির। ক্লাবের হয়ে জিতেছেন লীগ টাইটেল এবং উয়েফা কাপ।
সিমোনে ইনজাঘি
সিমোনে ইনজাঘিছবি সংগৃহীত
Published on

২০১০ সালের পর আবার ইতালিয়ান লীগ সিরি আ ঘরে তুলেছে ইন্টার মিলান। তবে ইন্টারকে স্কুডেটো জিতিয়ে বিদায় নিয়েছেন আন্তোনিয়ো কন্তে। এবার কন্তের জায়গায় ইন্টারের নতুন ম্যানেজার হিসেবে আসছেন সিমোনে ইনজাঘি। দুই বছরের চুক্তিতে ইনজাঘির কাঁধে দলের দায়িত্ব তুলে দিয়েছে ইন্টার।

ইন্টার মিলানের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "এফসি ইন্টারনাজিওনালে মিলানো প্রথম দলের নতুন কোচ হিসেবে সিমোনে ইনজাঘিকে স্বাগত জানাবে। এই ইতালিয়ান ম্যানেজার নেরাজ্জুরিদের সাথে দু'বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন।"

ইতালিয়ান ক্লাব লাজিওতে দীর্ঘ ২২ বছর কাটিয়েছেন ইনজাঘি। ১৯৯৯ সালে লাজিওর হয়ে খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটে ইনজাঘির। ক্লাবের হয়ে জিতেছেন লীগ টাইটেল এবং উয়েফা কাপ। অবসর নেওয়ার পরে লাজিওর বয়স ভিত্তিক দলের দায়িত্ব নেন। এরপর ২০১৬ সালে লাজিওর মূল দলের ম্যানেজারের দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁকে। লীগ টাইটেল না জিতলেও ম্যানেজার হিসেবে ইনজাঘির ঝুলিতে রয়েছে সুপারকোপা ইতালিয়ানা এবং কোপা ইতালিয়া।

স্বপ্নের স্কুডেটো জেতানোর পরেও ইন্টারের সঙ্গে মতবিরোধ বাঁধে কন্তের। করোনা মহামারীর কারণে অন্যান্য ক্লাব গুলির মতো ইন্টারও ক্ষতিগ্রস্ত হয়। তাই ক্লাব কর্তৃপক্ষ কিছু খেলোয়াড়কে ছেড়ে অর্থ সংকট মেটাতে চায়। যা মেনে নিতে পারেননি কন্তে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in