CAB: তামিলনাড়ুর ধাঁচে বাংলায় এবার বেঙ্গল প্রো টি-২০ লিগ আয়োজন সিএবির!

People's Reporter: জানা যাচ্ছে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। সব ফ্র্যাঞ্চাইজির দুটো করে দল - একটি ছেলেদের, একটি মেয়েদের। পুরুষদের বিভাগে মোট ১৩৬ জন প্লেয়ার খেলবে। মেয়েদের বিভাগে ১২৮ জন অংশ নেবে।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ছবি - সংগৃহীত
Published on

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের আদলে প্রতিভা তুলে আনতে বাংলায় বেঙ্গল প্রো টি২০ লিগ শুরু করছে সিএবি। খেলা শুরু জুন মাসে। তারিখ খুব তাড়াতাড়ি জানানো হবে।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, আমরা বেশ কিছুদিন ধরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজনের পরিকল্পনা করছি। আমরা এই বছর বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ আয়োজনের জন্য প্রস্তুত। আমাদের কাছে সমস্ত প্রয়োজনীয় অনুমতি রয়েছে। বিসিসিআই এবং লিগের ব্লুপ্রিন্টও রয়েছে। আমরা নিশ্চিত করবো যে এই লিগটি ব্যবসায় সেরা হয়ে উঠবে এবং পশ্চিমবঙ্গের উদীয়মান প্রতিভারা পেশাদার ক্রিকেট খেলার সুযোগ পাবে। আশা করছি তামিলনাড়ু ক্রিকেট লিগের মতো আমাদের এই লিগ সাফল্য পাবে। আর বাংলা থেকে বেশি ক্রিকেটার উঠে আসবে'।

জানা যাচ্ছে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। সব ফ্র্যাঞ্চাইজির দুটো করে দল থাকবে। একটি ছেলেদের এবং একটি মেয়েদের। ছেলেদের সঙ্গে একই সময় চলবে মেয়েদের বেঙ্গল প্রো টি-২০ লিগ। পুরুষদের বিভাগে মোট ১৩৬ জন প্লেয়ার খেলবে। মেয়েদের বিভাগে ১২৮ জন অংশ নেবে। ছেলেরা খেলবে ইডেনে, মেয়েরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। দিনে দুটো করে ম্যাচ হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর বা জেলার নামে ফ্র্যাঞ্চাইজিগুলোর নামকরণ করা হবে। আইপিএলের নিয়ম মেনেই হবে এই টুর্নামেন্ট।

লিগ এবং নক আউট ফরম্যাটে খেলা হবে। ছেলে এবং মেয়েদের বিভাগে মোট ৩১টি করে ম্যাচ খেলা হবে। লিগ চলবে ২১ দিন ধরে। উভয় দলেই কোনও বিদেশি খেলানো যাবে না। প্রথম একাদশে একজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। বাংলার ক্রিকেটার এবং কোচ অগ্রাধিকার পাবে। কোনও বিদেশি কোচ নেওয়া যাবে না। কোনও দল চাইলে বিদেশি মেন্টর নিতে পারে। ১০ বছরের জন্য এক একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করবে সিএবি।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
Lok Sabha Polls 24: আসাউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী সানিয়া মির্জা! জল্পনা তুঙ্গে
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
IPL 2024: রামনবমীর জন্য বদলে গেলো কেকেআর-রাজস্থান ম্যাচের তারিখ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in