রবিবারের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট পাচ্ছেন না সাধারণ মানুষ। টিকিট না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সিএবির মেম্বারাও। এই অবস্থায় বুধবার সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিকে তলব করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সব বিধায়কদের জন্য একটি করে টিকিট চাইলেন তিনি।
ম্যাচের টিকিট না পাওয়ায় চিঠিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই বিধানসভার প্রত্যেক বিধায়কের জন্য একটি করে কমপ্লিমেন্টারি টিকিট এসে পৌঁছেছে সিএবি থেকে। সব মিলিয়ে মোট ২৯৩টি টিকিট।
বিধানসভার মোট আসন ২৯৪। তাহলে কেনো ২৯৩টি টিকিট? জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য টিকিট আসেনি। তিনি আমন্ত্রিত রবিবারের ম্যাচের জন্য। আর জেলে থাকা ২ মন্ত্রী পার্থ চ্যাটার্জী, জ্যোতিপ্রিয় মল্লিক এবং ২ বিধায়ক মানিক ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ সাহার নামেও টিকিট এসেছে।
অন্যদিকে, বুধবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ২০টি টিকিট বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। একজনকে গ্রেফতারও করেছে। আজও মহমেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে কলকাতার কালীপদ মুখার্জি রোডের বাসিন্দা ২৪ বছরের গুঞ্জন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ৯০০ টাকার টিকিট ৪ হাজার টাকায় বিক্রি করছিল। ১৬টি টিকিট পাওয়া যায় তার কাছ থেকে।
ধৃত জানাচ্ছে, সে মুম্বইয়ের দুই বাসিন্দার কাছ থেকে অনলাইনে টিকিটগুলি কিনেছিল। অন্যদিকে, কলকাতার গোল্ডেন পার্ক হোটেলে বেটিং চক্র চালানোর অভিযোগে হানা দেয় কলকাতা পুলিশ। সেখানে বিশ্বকাপের ম্যাচ নিয়ে রোজ বেটিং চলতো বলে দাবি পুলিশের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন