যত কাণ্ড সিএবিতে। আগেই মিডিয়া কার্ড নিয়ে কারচুপির অভিযোগ ওঠে সিএবির মিডিয়া ম্যানেজারের বিরুদ্ধে। এবার বিশ্বকাপে যেখানে ভারতের ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে স্টেডিয়াম ফাঁকা যাচ্ছে সেখানে কলকাতায় ক্রিকেট প্রেমীদের বিশ্বকাপ ক্রিকেটে উৎসাহ রয়েছে। কিন্তু তাঁরা টিকিট পাচ্ছেন না। ফলে পুজো মিটতেই একাদশীর দিন সকালে সিএবির সদস্যরা টিকিট না পেয়ে বিক্ষোভ দেখালেন সিএবির মূল ফটকের সামনে।
১৬ নভেম্বর টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ হবে ইডেনে। এখনও পর্যন্ত প্রথম তিনটি ম্যাচের জন্যই টিকিট রিলিজ করা হয়েছে। যদিও সিএবি-র পূর্ণ সদস্য, অ্যাসোসিয়েট সদস্যরা টিকিট পাননি। BCCI-র নিয়ম অনুযায়ী সিএবির সমস্ত সদস্যদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে। কিন্তু সেই টিকিটের সংখ্যা সীমিত।
ইডেনে মোট পাঁচটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের টিকিট অনলাইনে বুক করতে হবে সিএবি-র সদস্যদের। সিএবি-র ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে হবে। সদস্যরা ২১ অক্টোবর থেকে টিকিট বুক করতে পারবেন। বিক্ষোভকারীদের অভিযোগ, টিকিট বুক করা গেলেও অনেকের বুকিং আইডি আসেনি। পুজোর ঠিক আগে বিজ্ঞাপন দিয়ে জানানো হয় অনলাইনে টিকিট কাটতে হবে সদস্যদের। ফলে অনেকেই সেই বিজ্ঞাপন দেখতে পাননি।
তাঁরা আরও জানিয়েছেন, অনলাইনে টিকিট কাটতে গেলেই দেখাচ্ছে, রিসোর্স লিমিট ইস রিচড। সিএবির মোট সদস্য ১১ হাজার। বৃহস্পতিবার সমস্যার সমাধান না হলে ফের বিক্ষোভে সামিল হবেন সদস্যরা বলেও জানিয়েছেন।
২৮ অক্টোবর শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইডেনের মাঠে খেলতে নামবে বাংলাদেশ। ৩১ অক্টোবর ইডেনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ম্যাচ রয়েছে। ৫ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে মেগা ম্যাচ। ১১ নভেম্বর ইডেনে খেলবে ইংল্যান্ড বনাম পাকিস্তান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন