ফুটবল নগরী কলকাতায় মারাদোনা থেকে শুরু করে পেলে সকলেই এসেছেন। এবার তিলোত্তমায় আসতে চলেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কাফু। নভেম্বরে আসতে পারেন তিনি।
২০ বছর পর এশিয়াতে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজিত হচ্ছে। সেই জন্যই হয়তো শহরে আসছেন ব্রাজিলীয় তারকা। কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয় সকলেই জানেন। ফুটবলের মাধ্যমেও যে বিপ্লব ঘটানো যায় তা বাংলাই শিখিয়েছিল। আর সেই মাটিতে বিশ্ববিখ্যাত খেলোয়াড়েরা জীবনে অন্তত একবার চাইবেন আসতে। পুজোর পরে সম্ভবত নভেম্বর মাসেই আসবেন ব্রাজিলীয় তারকা মার্কোস ইভাঞ্জেলিস্তা দি মোয়ারেস ওরফে কাফু।
সূত্রের খবর, যুবভারতীতে একটি প্রদর্শনী ম্যাচও খেলতে পারেন তিনি। কলকাতা ছাড়াও ভারতের অন্য রাজ্যেও যেতে পারেন তিনি। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথেও দেখা করতে পারেন তিনি।
১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেই দলের সদস্য ছিলেন কাফু। ব্রাজিলও শেষ বিশ্বকাপ জেতে ২০০২-তে। দীর্ঘ ২০ বছর ব্রাজিল বিশ্বকাপ জেতেনি। ১৯৯৭ ও ১৯৯৯ সালে দেশের হয়ে কোপা আমেরিকাও জেতেন। ১৯৯৭ সালে ফিফা কনফেডারেশন কাপও জেতেন তিনি। ব্রাজিলের হয়ে মোট ১৪২ টি ম্যাচ খুলেছেন।
ক্লাব ফুটবলেও তিনি যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। সাও পাওলো, রিয়াল জারাগোজা, পালমিরাস, রোমা ও এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন তিনি। সাও পাওলোর হয়ে সুপার কোপা, কোপা কনমেবল, ইন্টারকন্টিনেন্টাল কাপ ছাড়াও একাধিক কাপ জিতেছেন। রোমার হয়ে সিরি এ জিতেছেন ২০০০-০১ মরশুমে। এসি মিলানের হয়ে ২০০৩-০৪ মরশুমে সিরি এ, সুপারকোপা ইটালিয়ায়ানা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন