প্রত্যাশা মতই কলকাতা লিগের ডার্বিতে নৈহাটি স্টেডিয়ামে দল নামালো না মোহনবাগান। মাঠে ছিল ইস্টবেঙ্গল দল ও রেফারিরা। ম্যাচ কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী, এক ঘন্টা অপেক্ষা করা হয় মোহনবাগান দলের জন্য। কিন্তু তারা দল না নামানোয় গুরুত্বপূর্ণ ম্যাচ করানো গেল না।
বৃহস্পতিবার ডার্বির ইতিহাসে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো কলকাতা ফুটবল লিগ। এই প্রথমবার ডার্বি ম্যাচে কোন টিকিটের ব্যবস্থা ছিল না। মোহনবাগানের তরফে আইএফএ-কে চিঠি দিয়ে অনুরোধ করা হয় ম্যাচ ৩ সপ্তাহ পিছিয়ে যুবভারতীতে আয়োজন করার। কিন্তু আইএফএ শোনেনি সেই কথা।
ম্যাচ কমিশনার সুনন্দ কুমার বোস বলেন, "মোহনবাগান টিম না আসায় প্রথম ৩০ মিনিট ম্যাচ সাসপেন্ড করে রাখতে হলো। প্রথম ৩০ মিনিটেও যদি ম্যাচ শুরু না হয় তাহলে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। ১ ঘন্টা অপেক্ষা করার পর দেখা গেলো আর ম্যাচ হওয়া সম্ভব নয়। ফলে ম্যাচটি বাতিল নয় ম্যাচটি করানো সম্ভব হলো না"। এখন দেখার মোহনবাগানের বিরুদ্ধে আইএফএ কোনো ব্যবস্থা নেয় কিনা।
মহামেডান লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। তবে এখনও লিগ শেষ হয়নি। ২০১৯ সালের পরে হয়নি কলকাতা লিগের ডার্বি। আজ সেই ম্যাচ ছিল। কিন্তু সেটাও করানো সম্ভব হলো না।
১৯৩৪ থেকে ১৯৩৮। টানা ৫ বছর কলকাতা লিগ জিতেছিল মহমেডান স্পোর্টিং। এরপর লিগ জিতলেও, জয়ের হ্যাটট্রিক হয়নি। ৮৫ বছর পর ২০২৩ সালে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করে মহমেডান স্পোর্টিং। দু’বছর আগে কোভিড পরবর্তী সময়ে লিগ জিতেছিল মহমেডান। সেবার অবশ্য লিগে খেলেনি ইস্টবেঙ্গল, মোহনবাগান। গত বছর ইস্টবেঙ্গল লিগে খেললেও, মোহনবাগান খেলেনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন