আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়ে যাবে এশিয়ার অন্যতম ঐতিহ্যের ডার্বি, কলকাতা ডার্বি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান-ইস্টবেঙ্গলের কাছে সম্মানের লড়াই। তবে মাঠে নামার আগে সবুজ মেরুন শিবিরে অনিশ্চিত তারকা প্লেয়ার হুগো বুমৌস।
কোচ হুয়ান ফেরান্দো বলেন, বুমৌস কুড়ি দিনের দলের সঙ্গে অনুশীলন করেনি। ফলে ওর পক্ষে এখন পুরো ম্যাচ খেলা কঠিন। ও দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে ঠিকই, কিন্তু তাতে সুস্থ হয়ে ওঠা খুব কঠিন। তিনি আরও বলেন, কার্ল ম্যাকহিউ ডার্বিতে খেলতে পারবে না। ওর যা চোট, তাতে ওর পক্ষে মাঠে নামা সম্ভব হবে না।
অন্যদিকে ইস্টবেঙ্গল প্লে-অফে স্থান অর্জন করতে পারেনি। শেষ কয়েকটি ম্যাচে তারা ভালো পারফর্ম করেছে। বিশেষ করে লিগ টপার মুম্বই সিটি এফসিকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে স্টিফেন কনস্টানটাইনের ছেলেদের। কোচও জানেন এটা সম্মানের লড়াই। লিগ জয়ের আশা শেষ হলেও মোহনবাগানকে হারিয়ে সেই হতাশায় কিছুটা মলম দিতে চাইছেন কনস্টানটাইন।
তাঁর কথায়, ছেলেরা বেশ ছন্দে রয়েছে। আমরা জেতার জন্য ১০০ ভাগ আশাবাদী। শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে বাড়তি অক্সিজেন আমরা পেয়েছি। আমরা মোহনবাগানকে হারানোর জন্য প্রস্তুত।
ইস্টবেঙ্গল স্কোয়াড:
গোলকিপার - পবন কুমার, কমলজিৎ সিং। ডিফেন্ডার - সার্থক গলুই, মহম্মদ রফিক, ইভান গঞ্জালেজ, চারালাম্বোস কিরিয়াকু, অঙ্কিত মুখার্জি, লালচুঙনুঙ্গা, জেরি লালরিনজুয়ালা, প্রীতম কুমার সিং, নবি হুসেন খান। মিডফিল্ডার - অমরজিৎ সিং কিয়াম, তুহীন দাস, আঙ্গুসানা ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, জর্ডান ও’ডোহার্টি, মহেশ সিং নাওরেম, মোবাশির রহমান, সুমিত পাসি, হিমাংশু জাঙরা। ফরোয়ার্ড - জেক জার্ভিস, ক্লেটন সিলভা, সেম্বয় হাওকিপ, ভিপি সুহের।
এটিকে মোহনবাগান স্কোয়াড:
গোলকিপার - বিশাল কাইথ, আর্শ শেখ, দেবনাথ মন্ডল। ডিফেন্ডার - আশিস রাই, ব্রেন্ডান হ্যামিল, স্লাভকো দামিয়ানোভিচ, দীপক টাঙরি, প্রীতম কোটাল, রবি রাণা, শুভাশিস বোস, সুমিত রাঠি। মিডফিল্ডার - অভিষেক সূর্যবংশী, কার্ল ম্যাকহিউ, ইঙ্গসন সিং, হুগো বুমৌস, ফেদরিকো গায়েগো, লালরিনলিয়ানা হ্নামতে, লেনি রড্রিগেজ, আশিক কুরুনিয়ান, রিকি সাবং। ফরোয়ার্ড - দিমিত্রিয়স পেট্রাটস, কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, মনবীর সিং, মহম্মদ ফারদিন আলি মোল্লা।
হিরো ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে মোট পাঁচবার। পাঁচবারই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। ২০২০-২১ মরশুমে প্রথম মুখোমুখি হয় দুই দল। তাতে ২-০ ব্যবধানে জিতেছিল সবুজ-মেরুন। দ্বিতীয় লেগে ৩-১ গোলে জেতে। গত মরশুমেও প্রথম লেগে ৩-০ এবং দ্বিতীয় লেগে ৩-১ গোলে জেতে বাগান শিবির। এই মরশুমেও প্রথম ম্যাচে জেতে মোহনবাগান। এখন দেখার শেষ হাঁসি কোন দল হাঁসে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন