'আবেগ, বাংলা মানেই ফুটবল' - নতুন পথ চলা শুরু কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও সুলেখা কালির!

People's Reporter: বাঙালির 'আবেগ' এই 'সুলেখা কালি'। বাঙালির সেই 'আবেগ'-কেই আরও ছড়িয়ে দিতে এবার একসঙ্গে হাত মেলালো সুলেখা এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব (সিএসজেসি)।
সুলেখা কালি হাতে বিশিষ্টজনরা
সুলেখা কালি হাতে বিশিষ্টজনরাছবি - সংগৃহীত
Published on

সাদা কাগজে একের পর এক শব্দ। কোনওটা সবুজ, কোনওটা লাল, কোনওটা হলুদ। কালো আর নীল তো আছেই। মহাত্মা গান্ধী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে সত্যজিৎ রায়—স্বাধীনতার আন্দোলন থেকে সাহিত্য, সাহিত্য থেকে সেলুলয়েড, জড়িয়ে রয়েছে একটাই নাম, 'সুলেখা'। বাঙালির 'আবেগ' এই 'সুলেখা কালি'।

বাঙালির সেই 'আবেগ'-কেই আরও ছড়িয়ে দিতে এবার একসঙ্গে হাত মেলালো সুলেখা এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব (সিএসজেসি)। মঙ্গলবার ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠা দিবসে এক অভিনব উদ্যোগের ঘোষণা করল সিএসজেসি। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান জার্সির রঙে এখন থেকে পাওয়া যাবে কালি। অর্থাৎ সবুজ-মেরুন, লাল-হলুদ ও সাদা-কালো—মোট ছয় রংয়ের কালি নিয়ে আসা হল সিএসজেসি ও সুলেখার যৌথ উদ্যোগে। যার স্লোগান, 'আবেগ—বাংলা মানেই ফুটবল'।

মঙ্গলবার বিকেলে ক্লাব তাঁবুতে এই রঙের কালি ও পেন উদ্বোধন হল। দুই প্রাক্তন তারকা ফুটবলার গৌতম সরকার, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিন প্রধানের কর্তারাও সামিল হয়েছিলেন উৎসবে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও সুলেখা এক নতুন পথের সূচনা করল। বাংলার ফুটবল মোটেই খারাপ জায়গায় নেই। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান তিন ক্লাবই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে।'

ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারের কথায়, 'সিএসজেসির পাশে আমরা সব সময় আছি। যে অভিনব উদ্যোগ নেওয়া হল, কোনও প্রশংসাই যথেষ্ট নয়।' মহামেডান সচিব ইস্তিয়াক আহমেদ বলেন, 'কালো কালি দিয়ে খারাপ কিছু লেখা হলে, তা আমাদের সাদা রং মানে সাদা কালি দিয়ে মুছে ফেলা যাবে।'

সুলেখার কর্নধার কৌশিক মৈত্র এবং শুভব্রত গাঙ্গুলি আন্তরিক ভাবে পাশে থাকার অঙ্গীকার করেন। সিএসজেসি প্রেসিডেন্ট সুভেন রাহা আবারও মনে করিয়ে দেন, 'সাংবাদিকদের কর্তব্য শুধু খবর করা নয়, বাংলার আবেগকেও সম্মান জানানো'।

সুলেখা কালি হাতে বিশিষ্টজনরা
Turkey: ম্যাচ শেষ হতেই রেফারিকে ঘুষি ক্লাব সভাপতির, অনির্দিষ্টকালের জন্য স্থগিত 'সুপার লিগ'
সুলেখা কালি হাতে বিশিষ্টজনরা
IPL Auction 2024: শামির ভাই সহ বাংলার ৯ ক্রিকেটার এবার আইপিএলের নিলামে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in