গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। একমাত্র দল হিসেবে চলতি আইপিএল-এর প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটানস। বাকি ৯ দলের মধ্যে ৭ টি দল এখনও রয়েছে প্লে অফের দৌড়ে। দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ ছিটকে গিয়েছে প্লে অফের লড়াই থেকে।
এখন বাকি সাত দলের প্রত্যেকেই প্লে অফে জায়গা করে নিতে পারে। প্রতিটি ম্যাচই এখন রোমহর্ষক হয়ে উঠেছে। পয়েন্ট তালিকার দিকে তাকালে বোঝা যাবে চলতি আইপিএলে ১৬ পয়েন্ট পেয়েও প্লে অফের যোগ্যতা অর্জন ব্যর্থ হতে পারে কোনো দল, আবার ১৫ পয়েন্ট পেয়েও প্লে অফের টিকিট নিশ্চিত করা যেতে পারে। এমনকি ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফ খেলতে পারে কোনো দল।
প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার তথা আইপিএলের ধারাভাষ্যকার আকাশ চোপড়া এই চমকের বিষয়ে ট্যুইট করেন। আকাশ বলেন, "১৫ পয়েন্ট নিয়ে দল যোগ্যতা অর্জন করতে পারে এবং ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ মিস করতে পারে। কি একটি অবিশ্বাস্য মরশুম আমরা কাটাচ্ছি। সিএসকে এবং এলএসজি উভয়ই ১৭ পয়েন্টে পৌঁছতে পারে। তাদের যোগ্যতা নিশ্চিত হবে। তারা উভয়ই ১৫ পয়েন্টে শেষ করে যোগ্যতা অর্জন করতে পারে যদি পাঞ্জাব, আরসিবি বা মুম্বই ১৬ পয়েন্টে না পৌঁছায়। সিএসকে এবং লখনউ উভয়েই যদি ১৭ পয়েন্টে পৌঁছায় এবং মুম্বই - পাঞ্জাব-আরসিবি যদি ১৬ পয়েন্টে -র সাথে শেষ করে, তবে সেরা নিট রান রাটের বিচারে সেরা দল যোগ্যতা অর্জন করবে। কেয়া সিজন হ্যায়।"
মঙ্গলবার দিল্লির কাছে হেরে যাওয়ায় পাঞ্জাব অবশ্য ১৬ পয়েন্টের দৌড় থেকে বাদ পড়েছে। তারা সর্বোচ্চ ১৪ পয়েন্ট সংগ্রহ করতে পারে। তবে ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফে যেতে পারে শিখর ধাওয়ানরা। মুম্বই ইন্ডিয়ান্স শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হারলে এবং ব্যাঙ্গালুরু শেষ দুই ম্যাচে হায়দরাবাদ এবং গুজরাটের কাছে কোনো ম্যাচ হেরে বসলে রাজস্থান, পাঞ্জাব এবং কলকাতার সামনেও সুযোগ থাকবে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা করে নেওয়ার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন