মেক্সিকোর জার্সিকে অসম্মান মেসির! আর্জেন্টাইন তারকাকে হুমকি বিশ্বচ্যাম্পিয়ন বক্সারের

বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন আর্জেন্টাইন তারকা। এতে মেক্সিকো জাতীয় দলের জার্সি অসম্মানিত হয়েছে বলে মনে করেন আলভারেজ।
মেক্সিকোর জার্সিকে অসম্মান মেসির! আর্জেন্টাইন তারকাকে হুমকি বিশ্বচ্যাম্পিয়ন বক্সারের
Published on

মরণ-বাঁচন ম্যাচে মেক্সিকোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে এই ম্যাচে ত্রাতার ভূমিকায় দেখা দিয়েছেন লিওনেল মেসি। গোল করার পাশাপাশি গোল করিয়েছেনও। সেই মেসিকেই এবার হুমকি দিলেন চারটি ওজন শ্রেনীতে (WBA, WBC, WBO এবং IBF) বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। কিন্তু কেনো?

শনিবার জয়ের পর ড্রেসিংরুমের মধ্যে উদযাপনে মেতে উঠেছিল আর্জেন্টিনা। সেই ভিডিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মেসির সামনে মেঝেতে একটি মেক্সিকান জার্সি পড়ে আছে (সম্ভবত, মেক্সিকান খেলোয়াড়ের সাথে খেলার পরে জার্সি বিনিময় হয়েছিল তাঁর)। মেসি নিজের জায়গায় বসে বুট খুলছিলেন। বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন আর্জেন্টাইন তারকা। যে কারণে মেক্সিকো জাতীয় দলের জার্সি অসম্মানিত হয়েছে বলে মনে করেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জন করা বক্সার ক্যানসেলো আলভারেজ।

আলভারেজ বেশ কয়েকটি ট্যুইট করেন। প্রথমে তিনি নেটিজেনদের উদ্দেশ্যে লেখেন, "আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন?"

সুপার মিডলওয়েট-এর ইতিহাসের প্রথম ও একমাত্র বক্সার হিসেবে আনডিসপুটেড চ্যাম্পিয়ন হওয়া ক্যানেলো আলভারেজ আর একটি ট্যুইটে লেখেন, "আমার সামনে যেন ওঁকে (মেসি) পড়তে না হয়, সেজন্য ওঁর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত।"

আরও একটি ট্যুইটে তিনি লেখেন, "যেমন (আমি) আর্জেন্টিনাকে সম্মান করি, (মেসিকেও) মেক্সিকোকে সম্মান করতে হবে! আমি দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না আমি মেসির কথা বলছি। ভক্তদের বিষয়টি আলাদা। আমরাই তো অন্যের কাছে উদাহরণ।"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in