FIFA World Cup 26: লক্ষ্য ‘হেক্সা’ - রীতি ভেঙে হাইপ্রোফাইল বিদেশি কোচের ওপর ভরসা ব্রাজিলের!

ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নিচ্ছেন সেলেসাওদের। তবে 'ডন কার্লো' এখনই নেইমার-ভিনিসিয়াসদের দায়িত্ব নিচ্ছেন না।
FIFA World Cup 26: লক্ষ্য ‘হেক্সা’ - রীতি ভেঙে হাইপ্রোফাইল বিদেশি কোচের ওপর ভরসা ব্রাজিলের!
ছবি - প্রতীকী
Published on

লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। স্বপ্নের 'হেক্সা' জিততে চায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাই এবার রীতি ভেঙে ভিনদেশী কোচের ওপর ভরসা রাখছে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দেশটি।

ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নিচ্ছেন সেলেসাওদের। তবে 'ডন কার্লো' এখনই নেইমার-ভিনিসিয়াসদের দায়িত্ব নিচ্ছেন না। আপাতত রিয়াল মাদ্রিদেই থাকছেন তিনি। স্প্যানিশ ক্লাবটির সাথে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে এই অভিজ্ঞ ইতালিয়ান কোচের। এই চুক্তি শেষ হলেই সেলেসাওদের শিবিরে যোগ দেবেন আনচেলত্তি। ব্রাজিলের হয়ে তাঁর প্রথম টুর্নামেন্ট হবে কোপা আমেরিকা।

আনচেলত্তি আসার আগে পর্যন্ত ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ব্রাজিলের ঘরোয়া লীগের ক্লাব ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ। সেপ্টেম্বরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে দায়িত্ব বুঝে নেবেন দিনিজ। রিয়াল পর্ব শেষ করে দিনিজের জায়গায় প্রধান কোচের দায়িত্ব সামলাবেন আনচেলত্তি। এর আগে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, চেলসিকে কোচিং করানো আনচেলত্তি, এই প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব সামলাবেন।

শুধু আনচেলত্তি নন। ব্রাজিলের দায়িত্ব নেবেন তাঁর ছেলে ডেভিডও। সহকারী কোচের দায়িত্ব নেবেন তিনি। প্রথমে ঠিক করা হয়, কার্লো আনচেলত্তির জায়গায় তাঁর ছেলে ডেভিড ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন। তাতে অবশ্য রাজি হয়নি ব্রাজিলের ফুটবল সংস্থা। বাবার সাথেই সেলেসাও শিবিরে যোগ দেবেন ডেভিড।

২০২২ কাতার বিশ্বকাপে ব্যর্থতার জেরে ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। তাঁর আসনে বসতে চলেছেন আনচেলত্তি। দুই দফায় দায়িত্ব নিয়ে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন লা লিগা, চ্যাম্পিয়নস লীগ, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপের মতো শিরোপা। ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র কোচ হিসেবে ৪ বার চ্যাম্পিয়নস লীগ জেতার কীর্তিও আছে তাঁর। এবার 'ডন কার্লো'র সামনে চ্যালেঞ্জ ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর।

FIFA World Cup 26: লক্ষ্য ‘হেক্সা’ - রীতি ভেঙে হাইপ্রোফাইল বিদেশি কোচের ওপর ভরসা ব্রাজিলের!
‘রোনাল্ডো শুধু একজন ফুটবলার, মেসি অন্য গ্রহের’ - কলকাতায় এসে মন্তব্য মার্টিনেজের
FIFA World Cup 26: লক্ষ্য ‘হেক্সা’ - রীতি ভেঙে হাইপ্রোফাইল বিদেশি কোচের ওপর ভরসা ব্রাজিলের!
Sunil Chhetri: ছোটবেলায় বাবা-মাকে না জানিয়েই স্কুল পরিবর্তন সুনীলের! কেন জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in