'অশান্ত' মণিপুরে এবার ৬৪৩ কোটিরও বেশি টাকা খরচ করে ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করতে চলেছে কেন্দ্র। বৃহস্পতিবারই সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। মণিপুরের আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই কি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে স্পোর্টস ইউনিভার্সিটির তৈরির পরিকল্পনা? এই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
গত তিনমাস ধরে কুকি-মেইতেই জাতিগত দাঙ্গায় অশান্ত মণিপুর। দেড়শ জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে। বাড়িছাড়া কয়েক হাজার। এই মণিপুর-ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে মণিপুর নিয়ে চাপে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধীরাও সেই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
এই আবহেই বৃহস্পতিবার বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, 'উত্তর-পূর্ব ভারতের ক্রীড়াক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। ক্রীড়ার উন্নতির জন্য মণিপুরে ৬৪৩.৩৪ কোটি টাকা খরচ করে জাতীয় পর্যায়ের স্পোর্টস ইউনিভার্সিটি নির্মাণ করা হবে। যা ভারতে প্রথম'।
এই ঘোষণার পাশাপাশি পূর্বের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকেও কটাক্ষ করতে ভোলেননি। তিনি বলেন, 'আগের সরকার উত্তর-পূর্ব ভারতে 'লুক ইস্ট পলিশি' গ্রহণ করেছিল কিন্তু বর্তমানে মোদী সরকার 'অ্যাক্ট ইস্ট পলিশি' মেনে চলছে। যার অধীনে উত্তর-পূর্ব ভারতের ক্রীড়ার উন্নতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জন্যই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোট ২২৭টি 'খেলো ইন্ডিয়া'র কেন্দ্র তৈরি করা হয়েছে। পাশাপাশি ক্রীড়ার উন্নতির জন্য কেন্দ্র আরও ৭৫টি প্রকল্প গ্রহণ করছে। যার জন্য খরচ হবে ৫২০ কোটি টাকা'।
এখন প্রশ্ন উঠছে, সত্যিই কি ক্রীড়াক্ষেত্রের উন্নতি আসল লক্ষ্য? নাকি স্পোর্টস ইউনিভার্সিটিকে ঢাল করে মণিপুর-ইস্যুকে ধামাচাপা চিতে চাইছে কেন্দ্র? কারণ অগ্নিগর্ভ মণিপুর নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও কেন্দ্রের ভূমিকা সমালোচনার মুখে পড়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন