ঘোষিত কলকাতা লিগের সূচি; ইস্টবেঙ্গল, মোহনবাগান কবে নামবে জেনে নিন

তিন প্রধানের মধ্যে প্রথম নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৫ জুলাই নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও পাঠচক্র। পরের দিন নিজেদের মাঠেই অভিযান শুরু করবে মহা মেডান। ইস্টবেঙ্গল নামছে ১০ জুলাই।
তিন প্রধান - মহা মেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান
তিন প্রধান - মহা মেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগানগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

রবিবার ২৫ জুন থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় ডায়মন্ড হারবার এফসি বনাম সাদার্ন সমিতির ম্যাচ দিয়ে শুরু হবে লিগ। ম্যাচগুলো আপাতত টিভিতে নয়, অনলাইনে দেখা যাবে। আর রেডিও কমেন্ট্রি শোনা যাবে।

এরপরে ২৮ জুন তিনটি ম্যাচ রয়েছে। কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে পিয়ারলেস ও ক্যালকাটা ফুটবল ক্লাব। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালিঘাট এমএস বনাম এফসিআই এবং দমদম সুরের মাঠে ডালহৌসি ক্লাব নামছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে।

তিন প্রধানের মধ্যে প্রথম নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৫ জুলাই নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও পাঠচক্র। যেহেতু মোহনবাগান মাঠে কাজ চলছে তাই বাগান খেলবে নৈহাটিতে। পরের দিন নিজেদের মাঠেই অভিযান শুরু করবে মহা মেডান, প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ইস্টবেঙ্গল নামছে ১০ জুলাই। নিজেদের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ।

মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ব্যারাকপুর স্টেডিয়ামে। ১২ জুলাই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলবে তারা। পরদিন ঘরের মাঠে মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচ ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে। ১৩ জুলাই ঘরের মাঠে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। আইএফএ-র তরফ থেকে এখনও অবধি ১৪ জুলাই পর্যন্তের সূচি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফুটবলের মত কলকাতা লিগেও ম্যাচে গোলকিপার সহ পাঁচটি পরিবর্তন করা যাবে।

এবারই প্রথম বিদেশীহীন কলকাতা লিগ হচ্ছে। দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁদের যুব দল নামাবে। উদ্বোধনী ম্যাচ ছাড়া সব ম্যাচই হবে দুপুর ৩.৩০ মিনিটে।

 কলকাতা লিগের দুটি গ্রুপ এইরকম – ◆গ্রুপ ‘এ’ – মোহনবাগান, মহামেডান, ডায়মন্ড হারবার, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি রেড, পাঠচক্রও সিএফসি।

◆গ্রুপ বি – ইস্টবেঙ্গল, ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ।

তিন প্রধান - মহা মেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান
নন্দনে শুরু ভারতের প্রথম স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল, চারটি দেশের মোট ১২টি সিনেমা দেখানো হবে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in