দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে আবারও কলকাতা লীগ চ্যাম্পিয়ন হলো মহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার যুবভারতীতে রেলওয়েজকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো কলকাতার তৃতীয় প্রধানরা। সাদা-কালো জার্সিধারীদের হয়ে জয়সূচক গোলটি করেছেন মার্কাস। এই নিয়ে ১২ বার কলকাতা লীগ চ্যাম্পিয়ন ব্ল্যাক প্যান্থাররা।
প্রায় ৪০ হাজার দর্শকে ভরা যুবভারতীতে প্রথম থেকেই ফেভারিট ছিলো মহামেডান। দীর্ঘ ৪০ বছরের অপেক্ষা কাটিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে চাপেও ছিলো দলটি। উত্তেজনাপূর্ণ ম্যাচে আন্দ্রেই চের্নিশভের ছেলেরা এদিন শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সাদা-কালো জার্সিধারীরা গোল উৎসবে মেতে ওঠে। মার্কাসের গোলে এগিয়ে যায় তারা।
প্রথমার্ধের আরও বেশ কিছু সুযোগ আসে চের্নিশভের ছেলেদের। তবে সুযোগ পেলেও তা ব্যবহার করতে পারেনি মহামেডান। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক হয়ে ওঠে রেলওয়েও। তবে মহামেডানের রক্ষণভাগ এবং গোলরক্ষকের অনবদ্য প্রদর্শনে সমতা ফিরে পায়নি রেলওয়ে। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত ১-০ গোলে লীড ধরে রাখে সাধের শিরোপা ঘরে তোলে চের্নিশভের ছেলেরা।
শেষবার ১৯৮১ সালে কলকাতা লীগ জিতেছিলো মহামেডান। তারপর কেটে গেছে দীর্ঘ ৪০ বছর। ২০২১ সালে শিরোপা জয়ের জন্য বদ্ধপরিকর ছিলো কলকাতার তৃতীয় প্রধানরা। স্নায়ুর উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসলো তারাই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন