Champions Trophy 25: পাক অধিকৃত কাশ্মীরে ট্রফি ট্যুর নয়, BCCI-র আপত্তিতে সিদ্ধান্ত আইসিসির!

People's Reporter: আগামী ১৬ নভেম্বর থেকে ২৪ পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ট্রফি সফরের আয়োজন করেছে পাক ক্রিকেট বোর্ড।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিগ্রাফিক্স - নিজস্ব
Published on

পাক অধিকৃত কাশ্মীরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর করা হবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। বিসিসিআই-র অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নলে মনে করা হচ্ছে।

২০২৫ সালে পাকিস্তানের ইসলামাবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন হওয়ার কথা। তার আগে আগামী ১৬ নভেম্বর থেকে ২৪ পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ট্রফি সফরের আয়োজন করেছে পাক ক্রিকেট বোর্ড। সফর সূচি প্রকাশ্যে আনতেই আপত্তি জানিয়েছে বিসিসিআই। এরপরই স্কার্ডু, মুরি এবং মুজাফফরাবাদে কোনও ট্রফি সফর করা যাবে না বলে পাক বোর্ডকে জানিয়েছে আইসিসি। কাশ্মীর নিয়ে ভারত-পাক দ্বন্দ্বের কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

কয়েকদিন আগেই আইসিসির তরফ থেকে পাক বোর্ডকে জানিয়ে দেওয়া হয় পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত। পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যাচ খেলবে ভারত। ভারতের সিদ্ধান্ত লিখিত আকারে চায় পাক বোর্ড। সূত্রের খবর আইসিসিও বিসিসিআই-র কাছে লিখিত আকারে কারণগুলি জানতে চেয়েছে। তারপর ভারতের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে চূড়ান্ত কিছু নির্দেশ দিতে পারে আইসিসি।

প্রসঙ্গত, গত এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু সেবারও ভারত পাকিস্তানে খেলতে যায়নি। পরিবর্তে সব ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলেছিল। সেই সময় অনেক প্রাক্তন পাক তারকা বিসিসিআই-র সমালোচনা করেছিলেন।

ভারত শেষবার পাকিস্তান সফর করেছিল ২০০৫-০৬ সালে। তিনটি টেস্ট এবং পাঁচটি ওডিআই ম্যাচ খেলতে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দল পৌঁছেছিল পাকিস্তানে। শেষবার পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে ২০১২-১৩ সালে। সেবার তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিল পাকিস্তান। এরপর আর দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in