শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে উয়েফা ইউরো ২০২৪। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি এবং স্কটল্যান্ড। জার্মানি জুড়ে দেশ বিদেশের বহু ফুটবলপ্রেমীরা ভিড় করছেন।
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই বাঙালীর রাত জাগা শুরু। তাঁদের পছন্দের ফুটবলাররা বল পায়ে ম্যাজিক দেখাবেন নিজেদের দেশের হয়ে। ভারতীয় সময় শুক্রবার রাত ১২.৩০ মিনিটে ম্যাচ শুরু হবে। মিউনিখে মুখোমুখি হবে দুই দেশ।
এর আগে ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। যার মধ্যে ৮ বার জিতেছে জার্মানি। ৪ বার জিতেছে স্কটল্যান্ড। বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।
এই ম্যাচের দায়িত্বে থাকা সকল রেফারিই ফ্রান্সের। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ক্লিমেন্ট টারপিন। সহকারী হিসেবে থাকছেন নিকোলাস ডানোস এবং বেঞ্জামিন পেজ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন ফ্র্যাঙ্কোয়েস লেতেসিয়ার। ভারের (VAR)-র দায়িত্বে থাকবেন জিরোমে ব্রিসার্ড।
গ্রুপ এ-তে রয়েছে জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরী এবং সুইজারল্যান্ড। আগামীকাল হাঙ্গেরী এবং সুইজারল্যান্ড মুখোমুখি হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
অন্যদিকে চলতি ইউরো থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। যার জেরে ম্যাচে প্রচুর হলুদ কার্ড দেখতে পারেন ফুটবলাররা। উয়েফার রেফারি বিভাগের প্রধান জানান, এবার থেকে রেফারিকে ঘিরে ধরে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করতে পারবেন না ফুটবলাররা। রেফারির সাথে ভদ্র ব্যবহার করতে হবে। রেফারিকে ঘিরে ধরলেই সেই ফুটবলারদের হলুদ কার্ড দেখাতে পারবেন রেফারি। এতে ম্যাচের নিয়ন্ত্রণ আরও বেশি করে রেফারির হাতে থাকবে এবং ফুটবলাররাও নিজেদের আচরণ ঠিক রাখবেন। তবে দুই দলের অধিনায়ক চাইলে রেফারির সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতেই পারেন। সেটাও যেন সঠিক ব্যবহারের মাধ্যমেই যেন হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন