বুধবার রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়াম - ভারতের পর পর ৪ উইকেট পড়ে যাওয়া থেকে জোড়া সুপার ওভারের মাধ্যমে আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জেতা। পাশাপাশি রোহিত শর্মা, বিরাট কোহলিও রেকর্ড গড়লেন ওই ম্যাচে।
দল হিসেবে পাকিস্তানকে টপকে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। বুধবারের ম্যাচের আগে কোনো দলকে দ্বিপাক্ষিক সিরিজে হোয়াটওয়াশ করার নিরিখে একই স্থানে ছিল ভারত ও পাকিস্তান (৮টি করে)। গতকাল আফগানিস্তানকে হারিয়ে মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে ভারত।
পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল ও সূর্যকুমারের টি-২০তে সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। গতকাল ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত। যার সুবাদে টি-২০তে মোট ৫টি সেঞ্চুরির মালিক হলেন তিনি। সূর্যকুমার এবং গ্লেন ম্যাক্সওয়েলের আছে ৪টি করে সেঞ্চুরি। এছাড়া আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে নিজের কেরিয়ারেরও সর্বোচ্চ রান করলেন 'হিট-ম্যান'।
ভারতের ২২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর গোটা স্টেডিয়াম নীরব হয়ে গিয়েছিল। পরে রিঙ্কু সিং এবং রোহিত ঝড়ে ভারত ২১২ রানের টার্গেট দেয় আফিগানিস্তানকে। টি-২০ ফর্ম্যাটে ১৯০ রানের পার্টনবারশিপ গড়েছেন রোহিত এবং রিঙ্কু। গতকালের পার্টনারশিপটাই হলো ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ (টি-২০ ফর্ম্যাটে)।
রোহিত-রিঙ্কু রেকর্ড গড়ার পাশাপাশি বিরাট কোহলিও রেকর্ড গড়েছেন। তবে সেটা ডাক আউটের। শচীন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ বার ডাক হয়েছিলেন। গতকাল বিরাট কোহলি প্রথম বলেই আউট হয়ে শচীনের সেই রেকর্ড ভেঙে দেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ বার ০ রানে আউট হলেন। এই তালিকায় প্রথমে আছেন লঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরন। তিনি শূন্য রানে আউট হন ৫৯ বার। ভারতীয়দের মধ্যে শূন্য রানে আউট হওয়ার নিরিখে শীর্ষে আছেন জাহির খান। তিনি আউট হন ৪৪ বার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন