FIFA World Cup 22: কাতার বিশ্বকাপে গ্রুপ 'এ'-র ৪ দেশের ফুল স্কোয়াড দেখে নিন

গ্রুপ এ-র দেশগুলি হলো কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস।
FIFA World Cup 22: কাতার বিশ্বকাপে গ্রুপ 'এ'-র ৪ দেশের ফুল স্কোয়াড দেখে নিন
ছবি - সংগৃহীত
Published on

আর মাত্র ২ দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। ২০২২ কাতার বিশ্বকাপে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করেছে। ৪টে করে দেশ আছে মোট ৮টা গ্রুপে। গ্রুপ এ-র দেশগুলি হলো কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস। বিস্তারিত দেখুন (স্কোয়াড সহ)।

গ্রুপ ‘এ’

কাতার

গোলরক্ষক: সাদ আল শিব, মিশাল বারশিম, ইউসুফ হাসান।

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, আবদুল করিম হাসান, তারিক সালমান, মুসাব খাদের, হাম্মাম আল-আমিন, বাসাম আল-রাউই, বাউলেম খুখি, জাসেম জাবের।

মাঝমাঠ: আবদুল আজিজ হাতেম, মহম্মদ ওয়াদ, আলী আসাদ, সালেম আল হাজারি, করিম বৌদিয়াফ, আসিম মাদবো, মোস্তফা তারিক মিশাল।

ফরোয়ার্ড: আকরাম আফিফ, আহমেদ আলা, মহম্মদ মুনতারি, হাসান আল হাইদোস, আল ইসমাইল মহম্মদ, খালেদ মুনির, আল-ময়েজলি, নায়েফ আল-হাদরামি।

ইকুয়েডর

গোলরক্ষক: আলেকজান্ডার ডমিঙ্গুয়েজ, হার্নান গালিন্দেজ, মোয়েসেস রামিরেজ।

ডিফেন্ডার: পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেলো প্রেসিয়াডো, পিয়েরো হিনকাপি, জেভিয়ের আরেগা, দিয়েগো প্যালাসিওস, জ্যাকসন পোরোজো, রবার্ট আরবোলেদা, ফেলিক্স টরেস, উইলিয়াম পাচো।

মাঝমাঠ: ময়েসেস ক্যাসেডো, হোসে সিফুয়েন্তেস, অ্যালান ফ্রাঙ্কো, জেগসন মেন্ডেজ, কার্লোস গ্রুয়েজো, গঞ্জালো প্লাটা, অ্যাঞ্জেল মেনা, আইরটন প্রেসিয়াডো, রোমারিও ইবারা, জেরেমি সারমিয়েন্টো।

ফরোয়ার্ড: এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ট্রাদা, জোর্কেফ রেসকো, কেভিন রদ্রিগেজ।

সেনেগাল

গোলরক্ষক: এডওয়ার্ড মেন্ডি, আলফ্রেড গোমিস, সেনি ডিয়াং।

ডিফেন্ডার: বোনা সার, সালিউ সিস, কালিদু কৌলিবালি, পাপে আবু সিসে, আবদু দিয়ালো, ইব্রাহিম এমবায়ে, আবদুলায়ে সেক, ফোদে ব্যালো তোরে এবং চেইখৌ কাউয়েতে।

মিডফিল্ডার: পাপে মাতার সার, পাপে গুয়ে, নামপালিস মেন্ডি, ইদ্রিসা গানা গুয়ে, মোস্তাফা নাম, জোসেফ লোপি।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা দিয়েং, কেইটা বলদে, হাবিব দিয়ালো, বোলায়ে দিয়া, ফামারা দিদিউ, মামে বাবে থিয়াম।

নেদারল্যান্ডস

গোলরক্ষক: জাস্টিন বিজলো, আন্দ্রিস নপার্ট, রেমকো পাসভীর।

ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে, ডেলি ব্লাইন্ড, জুরিয়েন টিম্বার, ডেনজেল ​​ডামফ্রিজ, স্টেফান ডি ভ্রিজ, ম্যাথিজ ডি লিগট, টাইরেল মালাসিয়া, জেরেমি ফ্রিম্পং।

মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি জং, স্টিভেন বার্গুইস, ডেভি ক্লাসেন, তেউন কুপমেইনারস, কোডি গ্যাকপো, মার্টেন ডি রুন, কেনেথ টেলর, জাভি সিমন্স।

ফরোয়ার্ড: মেমফিস ডিপে, স্টিভেন বার্গভিজন, ভিনসেন্ট জানসেন, লুক ডি জং, নোয়া ল্যাং, ওয়াউট ওয়েঘর্স্ট।

উদ্বোধনী ম্যাচে মুখমুখি হবে কাতার ও ইকুয়েডর (২০ নভেম্বর)।

FIFA World Cup 22: কাতার বিশ্বকাপে গ্রুপ 'এ'-র ৪ দেশের ফুল স্কোয়াড দেখে নিন
FIFA World Cup 22: আচমকাই অসুস্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! বড় ধাক্কা পর্তুগালের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in